09 March 2018

জনগণের সামনে যেতে ভয় পায় আওয়ামী লীগঃ মওদুদ


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে নাকারণ তারা জানে বিপুল ভোটে পরাজিত হবেএটা সত্য, জনগণের সামনে যেতে তারা ভয় পায়

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম

ক্ষমতাসীন আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, এতই জনপ্রিয়তা আপনাদের, এত বড় জনসভাতাহলে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নির্বাচনে ভোট চাওয়াটা বেআইনিতিনি সরকারি সুবিধা নিয়ে নির্বাচনের জন্য ভোট চাইতে পারেন না

বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটসহ সমস্ত গণতান্ত্রিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবেমানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবেজনগণের নিরাপত্তা, মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করা হবে


সংগঠনের সভাপতি এম এম বাশারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, লেবার পার্টির (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ


শেয়ার করুন

0 facebook: