প্রতিকি ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজলোর নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামে
নিজ ঘরে আগুনে পুড়ে মা মঞ্জু শীল ও তার ছেলে অমিত শীলের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মার্চ) রাত ১১ টায় শীল পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়েছে মেয়ে পূর্ণিমা শীল। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন
ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার ১১টা ৫ মিনিটে মঞ্জু শীলের ঘরে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে মঞ্জু শীল ও তার ছেলে অমিত শীলের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা
পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে পূর্ণিমার দুই পা পুড়ে গেছে। তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
খবর বিভাগঃ
দুর্ঘটনা
বিভাগীয় সংবাদ
0 facebook: