11 March 2018

বন্দুক নিয়ে সেলফি তোলার চেষ্টায় গুলি বেরিয়ে মৃত্যু

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ চাচাতো ভাইয়ের সঙ্গে বন্দুক হাতে সেলফি তুলছিলেন ২৩ বছরের এক তরুণসেলফি পারফেক্ট করতে গিয়ে তার চাচাতো ভাইয়ের হাত ফসকে আচমকা গুলি বেরিয়ে যায়এর পর সেলফিই হয়ে যায় প্রশান্ত চৌহানের জীবনের শেষ ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পূর্ব দিল্লির সরিতা বিহারে এ ঘটনা ঘটেছে নিজত প্রশান্ত চৌহান উত্তরপ্রদেশের পালি গ্রামের বাসিন্দা ছিলেনশাহদারাতে শিক্ষক হিসেবে একটি স্কুলে পড়াতেন গত বৃহস্পতিবার সরিতা বিহারে চাচা প্রমোদ চৌহানের বাড়ি গিয়েছিলেন প্রশান্তসেখানে তার চাচাতো ভাই বাবার বন্দুক হাতে পায়তার পর দুই ভাই বন্দুক নিয়ে সেলফি তুলতে গেলে গুলি বেরিয়ে যায়


এর পর গুরুতর আহতাবস্থায় প্রশান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি


শেয়ার করুন

0 facebook: