11 March 2018

তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড


স্বদেশবার্তা ডেস্কঃ টঙ্গীর মিলগেইট নামাবাজার এলাকায় গতকাল শনিবার দুপুরে তুলার গোডাউনে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে হাজী মজিবুল হক দুলালের ১টি, হাজী আব্দুল কাদেরের ১টি, সাইফুল ইসলাম খানের ১টি, আলমগাজী/মজিবরের ১টি, সুলতানের তুলা তৈরীর মেশিনঘরসহ ৫টি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আতিকুর রহমান জানান, অগ্নিকান্ডে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোথা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



শেয়ার করুন

0 facebook: