15 March 2018

আরেক শহর দখলে নিল সিরীয় সেনারা


আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্ব ঘৌটার কাছে কৌশলগত হামুরিয়া শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি সেনারাব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার এ তথ্য জানিয়েছেএ ঘটনাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য বিপর্যয় হিসেবে দেখা হচ্ছেখবর পার্সটুডের

অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি সেনারা সারারাত অভিযান চালিয়ে হামুরিয়া শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়শহরটি রাজধানী দামেস্কের কেন্দ্রস্থল থেকে ১২ কিলোমিটার দূরেদীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠী ফাইলাক আর-রহমানের নিয়ন্ত্রণে ছিল শহরটিঘৌটার দক্ষিণে হামুরিয়া শহরের অবস্থান সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো ঘৌটাকে সর্বশেষ শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করছে২০১২ সালে পূর্ব ঘৌটার নিয়ন্ত্রণ নিয়েছিল সন্ত্রাসীরা এবং সেই থেকে এ স্থানকে রাজধানী দামেস্কে হামলার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে তারা


ঘৌটাকে এখন যেসব সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে তারা বিশ্বের কুখ্যাত দায়েশ সন্ত্রাসীদের চেয়ে কোনো অংশেই কম বর্বর নয়এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে সিরিয়া ও রাশিয়ার সামরিক বাহিনী অভিযান শুরু করেছে


শেয়ার করুন

0 facebook: