15 July 2019

নারীকে হত্যা করে ছয় টুকরো


স্বদেশবার্তা ডেস্কঃ  সাভারের আমিনবাজার স্যানিটারি ল্যান্ডফিল এর ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি ছয় টুকরা অজ্ঞাত এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুলাই) দুপুরের সাভার মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার ওই স্তূপে বস্তাবন্দি অজ্ঞাত ২৫ বছর বয়সী এক নারীর ছয় টুকরো মরদেহ দেখতে পায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ওই এলাকার স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আবু সাঈদ পিয়াল বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।


শেয়ার করুন

0 facebook: