14 January 2018

ভারতের কাছে বিনামূল্যে দেশ বিক্রির জন্য দায়ী খালেদার বলদ মার্কা রাজনীতি -মিনা ফারাহ!

স্বদেশবার্তা ডেস্কঃ ভারতের কাছে বিনামূল্যে দেশ বিক্রির জন্য দায়ী খালেদার বলদ মার্কা রাজনীতি বলেছেন মিনা ফারাহমানবাধিকার কর্মী মিনা ফারহা গতকাল তার এক ফেসবুক ষ্ট্যাটাসে বলছেন ভারতের কাছে বিনামূল্যে দেশ বিক্রির জন্য দায়ী খালেদার বলদ মার্কা রাজনীতি

অনলাইন একক্টিভিটিস ও মানবাধিকার কর্মী মিনা ফারহা গতকাল তার ফেসবুক পেজে অনেকটা রাগান্বীত স্বরে তাকে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি কে নিয়ে বেশ কিছু কঠোর মন্তব্য করতে দেখা গেছে তিনি গতকাল এক ফেসবুক ষ্ট্যাটাসে মিষ্টার ফারহা বলেন হাসিনার রাজনিতিতে খালেদা একটা বিরাট ফুটবল

একে ২৪ ঘণ্টাই লাথি মেরে মাঠের দর্শকদের আনন্দদান, উত্তেজনা সৃষ্টি করে জেতাই অাওয়ামী লীগের মায়ের খেলাতিনি নিজেকে উদাহরন হিসাবে ব্যাবহার করে অারো বলেন, আমি হলে কবেই পায়ের জুতা খুলে অাওয়ামীলীগের কুকুর মাতার মুখে ঢুকিয়ে আদালতকে গিয়ে বলতাম, বলেন জুতা মারার জন্য দায়ী কে?

রাজনীতি করে পুধন-মন্ত্রী হবেন কিন্তু জেলে যেতে ভয় কেন? খালেদাজিয়া কে কিছুটা হেয় করে মিষ্টার ফারহা অারো বলেন অাপনি সাজুগুজুতে এত এত্ত এক্সপার্ট কেন ?

মিনা ফারহা বাংলাদেশ জামায়াত ইসলামকে উল্লেখ করে বলেন, জামায়াতের কদর বুঝে ওদেরকে ঘরে ফেরানআর , ২-৩ লাখ কর্মীদের নিয়ে জেলের গেটে গিয়ে বলেন, জেলে জেতে এসেছিজেলে ঢোকাননাইলে গুলী করেন কিন্তু একচুলও নড়বো নারক্ত দিতে এসেছি, রক্ত দিয়ে কবরে যাবশুধু তখনই দেখবেন কুকুরমাতার শেষ ঘেউ ঘেউ


শেয়ার করুন

0 facebook: