16 March 2018

ছাত্রী ধর্ষণেরচেষ্টাকারী অধ্যক্ষ বরখাস্ত


স্বদেশবার্তা ডেস্কঃ রাজশাহীতে একাধিক ছাত্রী ও শিক্ষিকা ধর্ষণচেষ্টাকারী রাজশাহীর আলোচিত কলেজ অধ্যক্ষ জহুরুল আলম রিপনকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে১৩ মার্চ অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়বৃহস্পতিবার কমিটি সিদ্ধান্ত প্রকাশ করেঅপহরণ ও ধর্ষণ চেষ্টার নগরীর উপকণ্ঠ কাপাসিয়া এলাকার মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ জহুরুল আলম রিপনের বিরুদ্ধে ৮ মার্চ নগরীর কাটাখালী থানায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে

প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া এক ছাত্রী বাদী হয়ে ওই মামলা করেনওই মামলায় ৮ মার্চ জেলার পবা উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশআত্মগোপনে থেকে ওই দিন তিনি পরিচালনা কমিটির সভায় অংশ নিতে গিয়েছিলেন পরে ওই সভা স্থগিত করেন সভাপতির দায়িত্বে থাকা পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরপরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই মামলায় অধ্যক্ষকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন জহুরুল আলম রিপনএছাড়া হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মকসেদ আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে

বিষয়টি নিশ্চিত করে কলেজের সভাপতি ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির বলেন, অধ্যক্ষ জহুরুল আলম রিপনের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছেকোনো শিক্ষক আদালতে এমন মামলা বিচারাধীন থাকলে তারা সাময়িক বরখাস্ত হয়েছে বলে গণ্য হবেনএরই পরিপ্রেক্ষিতে সভায় সর্র্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত নেয়া হয়


৪ ফেব্রুয়ারি নিজ অফিস কক্ষে অধ্যক্ষের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেএ নিয়ে ৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীসহ আরও দুই ছাত্রী এবং এক শিক্ষিকা অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন


শেয়ার করুন

0 facebook: