আন্তর্জাতিক ডেস্কঃ ইরান পরমাণু
বোমা তৈরি করলে সৌদি আরবও করবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন
সালমান। সম্প্রতি সিবিএসকে দেয়া এক
সাক্ষাৎকারে এ হুশিয়ারি দেন তিনি। রোববার টেলিভিশন চ্যানেলটিতে এ সাক্ষাৎকার প্রচারিত হওয়ার কথা রয়েছে। তবে বৃহস্পতিবার চ্যানেলটিতে এর চুম্বক অংশ দেখানো হয়। মুহম্মদ বিন সালমানকে সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা
বা অনানুষ্ঠানিক সরকার প্রধান মনে করা হয়। সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সৌদি আরব কোনো পারমাণু অস্ত্র চায় না। তবে ইরান যদি পারমাণু বোমা তৈরি করে, তাহলে আমরাও যত দ্রুত সম্ভব তার অনুসরণ করব।’
রয়টার্স।
আঞ্চলিক প্রভাব
বিস্তারে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরানের মধ্যকার লড়াই নতুন নয়। এ অঞ্চলের বিভিন্ন দেশে দুই দেশ কার্যত এক ধরনের
ছায়যুদ্ধে লিপ্ত। ১৯৭৯ সালে ইরানে সংঘটিত ইসলামী
বিপ্লবের পর থেকেই ইরানকে শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে সৌদি আরব। এর মধ্যেই তুরস্ক ও কাতারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে
রিয়াদ। ইয়েমেনে সামরিক অভিযান
চালাচ্ছে সৌদি জোট। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে এ
অঞ্চলে সৌদি আরবের ক্ষমতাবলয় এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ নিয়ে দেশটির অস্বস্তি পরিষ্কার হয়েছে মোহাম্মদ বিন
সালমানের সাম্প্রতিক এক মন্তব্যে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: