16 March 2018

ইরান পরমাণু বোমা তৈরি করলে আমরাও করবঃ সৌদি যুবরাজ


আন্তর্জাতিক ডেস্কঃ ইরান পরমাণু বোমা তৈরি করলে সৌদি আরবও করবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানসম্প্রতি সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুশিয়ারি দেন তিনিরোববার টেলিভিশন চ্যানেলটিতে এ সাক্ষাৎকার প্রচারিত হওয়ার কথা রয়েছেতবে বৃহস্পতিবার চ্যানেলটিতে এর চুম্বক অংশ দেখানো হয়মুহম্মদ বিন সালমানকে সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা বা অনানুষ্ঠানিক সরকার প্রধান মনে করা হয়সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সৌদি আরব কোনো পারমাণু অস্ত্র চায় নাতবে ইরান যদি পারমাণু বোমা তৈরি করে, তাহলে আমরাও যত দ্রুত সম্ভব তার অনুসরণ করবরয়টার্স


আঞ্চলিক প্রভাব বিস্তারে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরানের মধ্যকার লড়াই নতুন নয়এ অঞ্চলের বিভিন্ন দেশে দুই দেশ কার্যত এক ধরনের ছায়যুদ্ধে লিপ্ত১৯৭৯ সালে ইরানে সংঘটিত ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানকে শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে সৌদি আরবএর মধ্যেই তুরস্ক ও কাতারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে রিয়াদইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোটসব মিলিয়ে সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সৌদি আরবের ক্ষমতাবলয় এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেএ নিয়ে দেশটির অস্বস্তি পরিষ্কার হয়েছে মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক এক মন্তব্যে


শেয়ার করুন

0 facebook: