19 March 2018

গোপনে চতুর্থ বিয়ের পর ধরা পড়লেন নতুন বর


স্বদেশবার্তা ডেস্কঃ রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের প্রয়াত জসিম উদ্দীন মিস্ত্রির ছেলে আব্দুল মান্নান আগেও ৩টি বিয়ে করেছেনতিন বউকেই তালাক দিয়েছেনএরমধ্যে এক বউয়ের একটি মেয়ে সন্তান রয়েছেকিন্তু মান্নান বিয়ে ও সন্তানের কথা গোপন রেখে গত বুধবার চতুর্থ বিয়ে করেন রাজশাহীর তানোর উপজেলার বানিয়াল গ্রামের প্রয়াত লখিম উদ্দীনের মেয়ে সম্পা খাতুনকে (১৮)

এই বিয়েতেও বর আব্দুল মান্নান ৭৫ হাজার টাকা বাকিতে দেনমোহর করে মেয়ে পক্ষের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা যৌতুক নেনপরে সেদিনই আব্দুল মান্নান তার নতুন বউ সম্পাকে নিয়ে নিজ বাড়ি বড়গাছিতে চলে যানকিন্তু বিপত্তি ঘটে বিয়ের পরদিন

বৃহস্পতিবার মেয়ে পক্ষের লোকজন মেয়েকে আনতে গিয়ে আব্দুল মান্নানের আগের তিনটি বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানতে পারেনতবে তারা বিষয়টি মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে বুঝতে না দিয়ে কৌশলে মেয়ে ও মেয়ের জামাই মান্নানকে নিয়ে তানোরের বানিয়াল গ্রামের চলে আসেন

এরপর শনিবার ৯৯৯এ ফোন করে মেয়ে পক্ষের লোকজন বিষয়টি জানানতাৎক্ষণিকভাবে পুলিশ হেড কোয়ার্টার থেকে তানোর থানা ওসিকে বিষয়টি জানানো হয়পরে তানোর থানার এএসআ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওইদিন বিকেলে বানিয়াল গ্রাম থেকে নতুন বর আব্দুল মান্নানকে আটক করে থানায় নিয়ে যানশেষমেষ রাতে ছেলে পক্ষের লোকজন থানায় এসে যৌতুকের ৪০ হাজার টাকা ফেরত দিয়ে উভয় পক্ষের সম্মতিক্রমে তালাক নেনএছাড়া এ রকম কাজ আর করবেন না মর্মে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান বরতবে বিষয়টি টের পেয়ে বিয়ের ঘটক শাহীন এলাকা ছেড়ে পালিয়ে গেছেন


তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় মেয়ে পক্ষ বরকে আটকে রেখেছিলপরে তারা সমঝোতা করে নিয়েছে


শেয়ার করুন

0 facebook: