19 March 2018

মৃত্যুর কাছে হেরে গেল জোড়া লাগানো সেই ২ বোন


স্বদেশবার্তা ডেস্কঃ গত বছরের ৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ আদদীন প্রাাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ মেয়ে সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী তাসলিমা আক্তারজন্মের পর জোড়া লাগা ওই যমজ মেয়েদের নাম রাখা হয় ইতি ও সিঁথি

দুই বোনের পেট ছিল একসঙ্গে লাগানোশুধু তাই নয়, একটি করে হৃদযন্ত্র ও যকৃত ভাগাভাগি করে ব্যবহার করতে হতো তাদেরঅবশ্য এত কষ্টের জীবন বেশিদিন বইতে হয়নি ইতি-সিঁথিকেএকসঙ্গে জন্ম নেওয়া এ দুই বোন পৃথিবী ছেড়েও চলে গেছে একসঙ্গে

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে অবস্থার অবনতি ঘটলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় নিজ বাড়িতে দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটে

বাবা আবুল কালাম জানান, গত ৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আদদীন প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ মেয়ে সন্তান জন্ম নেয়

গত বছরের ১৭ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়া হয় এবং ৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন রাখার পর ২৪ ডিসেম্বর নিজ বাড়িতে নিয়ে আসা হয়এসব বিষয়ে জেলা প্রশাসক সায়লা ফারজানা সার্বিকভাবে সহযোগীতা প্রদান করেনআলাদা করার বিষয়ে চিকিৎসকরা বয়স বাড়ার জন্য অপেক্ষা করছিলেনআজ সকাল থেকে অবস্থার অবনতি ঘটতে থাকে

ইতি ও সিঁথির হাত-পা, মাথা আলাদা আলাদা হলেও শুধু পেটের দিকে জোড়া লাগানো আছেদুজনকে আলাদা করার জন্য চিকিৎসা প্রয়োজন ছিলচিকিৎসার খরচ মেটানোর মতো সামর্থ্য ছিল না সেই মা-বাবার


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, ইতি ও সিঁথির মাথা দুটি, আলাদা আলাদা দুটি করে পা ও দুটি করে হাত ছিল


শেয়ার করুন

0 facebook: