12 March 2018

ইরানে তুর্কি বিমান বিধ্বস্তে নিহত ১১


আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে একটি তুর্কি বিমান বিধ্বস্ত হয়েছেএ ঘটনায় নিহত হয়েছেন ১১ জনরোববার সংযুক্ত আরব আমিরাতের সারজা বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুল যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়খবর রয়টার্স, আরব নিউজ

তুরস্কের ব্যক্তি মালিকানাধীন বিমানটি ইরানের রাজধানী তেহরানের প্রায় ৪শকিলোমিটার (২৫০ মাইল) দক্ষিণে চাহারমহল এবং বখতিয়ারি প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শাহার-ই-কোর্দ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে

ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান রেজা জাফর্জাদেহ বলেন, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আটজন যাত্রী ছিলেন আর তিনজন ছিলেন ক্রু সদস্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বরাত দিয়ে আইএসএনএ বার্তা সংস্থা জানায়, বিমানটিতে ১১ থেকে ২০ জন আরোহী ছিল


তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনে এক উদ্ধারকর্মীর বরাত দিয়ে বলা হয়, বিমানটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়


শেয়ার করুন

0 facebook: