20 March 2018

তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৩ এপ্রিল


স্বদেশবার্তা ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৩ এপ্রিল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিলকিন্তু রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির না করায় সময় চেয়ে আবেদন করেনআদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে উপরোক্ত মর্মে তারিখ ধার্য্ করেন

মামলার অপর ৩ আসামি হলো- একুশে টেলিভিশনের (ইটিভি) প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, চ্যানেলটির প্রাক্তন সাংবাদিক কনক সারোয়ার ও মাহথির ফারুকী খান উল্লেখ্য-২০১৫ সালের ৮ জানুয়ারি তারেক রহমান এবং আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন তেজগাঁও থানার এসআই বোরহানউদ্দিনমামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে ৬ সেপ্টেম্বর তারিখে তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়অতঃপর মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসেআদালত ২০১৭ সালের ২০ নভেম্বর তারিখে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেনমঙ্গলবার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল কিন্তু রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির না করায় পরবর্তী সাক্ষীর জন্য আগামী ২৩ এপ্রিল তারিখ ধার্য করেন


শেয়ার করুন

0 facebook: