নগর পুলিশের
মাসিক অপরাধ সভায় পুলিশ কমিশনার ইকবাল বাহার অর্থ ও সনদ তুলে দেন। বৃহস্পতিবার দুপুরে সিএমপি কমিউনিটি পুলিশ কনফারেন্স
হলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপপুলিশ
কমিশনার (বন্দর) হারুন-উর.রশিদ হাযারী, সহকারী পুলিশ
কমিশনার (কর্নফুলী জোন) মুহম্মদ জাহেদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) আসিফ মহিউদ্দিন, বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী, কর্ণফুলী থানার এসআই আলতাফ হোসেনকে পুরস্কার দেওয়া হয়।
মাসিক অপরাধ
সভায় পুলিশ কমিশনার ছিনতাই প্রতিরোধে সব জোনের ডিসিকে বিশেষ নির্দেশনা দেন। এছাড়া ওয়ারেন্ট তামিল, অপমৃত্যু মামলা, নিয়মিত মামলা, ট্রাফিক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন।
এর আগে সকালে
দামপাড়া পুলিশ লাইনের ড্রিল শেডে কল্যাণ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।
সভায়
অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান,
কুসুম দেওয়ান (ট্রাফিক), আমেনা বেগম (ক্রাইম এন্ড অপারেশন), উপ-পুলিশ
কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ
হাযারী, মোঃ আব্দুল ওয়ারীশ (উত্তর), এস.এম. মোস্তাইন হোসেন (দক্ষিণ), মুহম্মদ ফারুক
উল হক (পশ্চিম), সৈয়দ আবু সায়েম (ট্রাফিক-বন্দর), মুহম্মদ মারুফ
হোসেন (এমটি ও সরবরাহ), মোঃ মোখলেছুর রহমান (সিএসবি),
হাসান মুহম্মদ শওকত আলী (ডিবি-উত্তর), মুহম্মদ শহীদুল্লাহ (ডিবি-বন্দর),কাজী মুত্তাকী ইবনু মিনান (পিওএম), সকল অতিরিক্ত
উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল
থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: