![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ গাজীপুর ও
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনে আগ্রহীদের মধ্যে আগামী ৫ ও ৬ এপ্রিল
মনোনয়ন ফরম বিতরণ করবে আওয়ামী লীগ। ফরম পূরণ করে ৭ এপ্রিল সন্ধ্যা সাতটার মধ্যে তা জমা দিতে হবে।
গতকাল রবিবার আওয়ামী
লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তাতে বলা হয়,
দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে
ফরম সংগ্রহ করতে হবে।
একই সংবাদ
বিজ্ঞপ্তিতে এই দুই সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড
কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে নিজ নিজ ওয়ার্ডগুলোর তিন সদস্যের
প্যানেল তৈরি করে কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের
নিয়ে বর্ধিত সভা করে সম্ভাব্য প্রার্থীদের এই প্যানেল করতে হবে।
প্যানেলটি
মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ
সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে ৭ এপ্রিলের মধ্যে
ধানমন্ডির কার্যালয়ে পাঠাতে হবে।
0 facebook: