06 April 2018

সতর্ক থাকতে হবে বিএনপি যেন ক্ষমতায় না আসে

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে এ বিষয়ে জনগণকে সতর্ক করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আজ শুক্রবার সকালে সাভারে ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সতর্কবার্তা দেন

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে কামরুল ইসলাম বলেন, মাদক, তথ্য প্রযুক্তির অপব্যবহার ও প্রশ্নফাঁসের অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এ এছাড়া শিক্ষর্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্বে বছরের প্রথম দিন বই উৎসব, তথ্য প্রযুক্তি ব্যবহারসহ আজ দেশবাসী সব সুফল ভোগ করছেকিন্তু বিএনপি-জামায়াতের মতো অপশক্তি ক্ষমতায় আসলে সব সুবিধা বন্ধ হয়ে যাবেদেশ অন্ধকারে ডুবে যাবে

বিএনপিকে সন্ত্রাসী আর দুর্নীতিবাজ অপশক্তি উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, দলটি যাতে কোনভাবেই ক্ষমতায় আসতে না পারে সে জন্য জনগণকে সর্তক থাকতে হবে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আতাউর রহমান

এ সময় উপস্থিত ছিলেউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্যাহ বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা


পরে মন্ত্রী ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ করেন


শেয়ার করুন

0 facebook: