06 April 2018

১৮ এপ্রিল থেকে সৌদিতে সিনেমা প্রদর্শন শুরু


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরের সিনেমা হলগুলোতে আগামী ১৮ এপ্রিল থেকে সিনেমা প্রদর্শন শুরু হবেদীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় পর দেশটির সিনেমা হলে সিনেমা প্রদর্শন হচ্ছেবিশ্বের সর্ববৃহৎ সিনেমা চেইন এএমসি এন্টারটেইনমেন্টকে আগামী পাঁচ বছরের মধ্যে ৪০টি সিনেমা হলে ছায়াছবি প্রদর্শনের জন্য লাইসেন্স দেওয়ার পর গত বুধববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেনখবর: রয়টার্স

১৯৭০ সালের দিকে সৌদি আরবে কয়েকটি সিনেমা ছিলতবে দেশটির ক্ষমতাধর ধর্মীয় নেতাদের প্রচেষ্টায় হলগুলো বন্ধ হয়ে গিয়েছিলগত বছর সৌদি সরকার তাদের নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেতেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক খাত বিস্তারের উদ্যোগ নেয়এরই অংশ হিসেবে ওই সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান সিনেমা হলগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিনেমা হলে নারী-পুরুষ একসঙ্গে বসা বা প্রবেশের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে নাঅর্থাৎ নারী-পুরুষ একসঙ্গে বসেই সিনেমা দেখতে পারবেন বুধবার সৌদি সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ আলাওয়াদ এক বিবৃতিতে বলেছেন, সিনেমা হলগুলো পুনরায় চালুর মাধ্যমে বিনোদন খরচের কারণে গৃহস্থালিব্যয় বাড়বে, চাকরির বাজার সৃষ্টিতে সহায়তা করবে; যার ফলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে


শেয়ার করুন

0 facebook: