13 April 2018

নীরব দুর্ভিক্ষ চলছে দেশেঃ রিজভী

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ বর্তমান ভোটারবিহীন সরকারের দুঃশাসন, লুটপাট ও দুর্নীতির করাল গ্রাসে দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীএছাড়া সরকারের মদদে ঢাবির ভিসির বাসায় হামলা হয়েছে বলে জানান

আজ শুক্রবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিত্যপণ্যসহ দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, বিনিয়োগ না থাকায় নতুন কর্মসংস্থান নেই, বিদেশি রেমিট্যান্স আসা প্রায় বন্ধ, বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে, রাস্তাঘাট বেহাল দশার কারণে গ্রামের খেটে খাওয়া মানুষগুলোও রিকশা, ভ্যান, সিএনজি চালানোসহ যে সব কাজ করে জীবিকা নির্বাহ করতো সেটুকুর সুযোগও আজ নেই

রিজভী বলেন, গত বছরের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ফসলহানীর পর সরকারের সবদিকে ব্যর্থতার কারণে চালের দামসহ সকল খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে মানুষ এখন দুবেলা দুমুঠো ভাতও পাচ্ছে নাগতকাল আপনারা দেখেছেন কুড়িগ্রামের রাজিবপুরে দরিদ্র ও ক্ষুধার্ত মানুষ সরকার ঘোষিত ১০ টাকা কেজির চাল নিতে গেলে যুবলীগ-ছাত্রলীগের হামলার শিকার হয়ছাত্রলীগ-যুবলীগ ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির ঘটনায় নিজেদের ভাগাভাগি নিয়ে দফায় দফায় গুলিবর্ষণ, আক্রমণ ও সংঘর্ষ চলেএদিকে বিক্ষুদ্ধ জনতা আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগ মনোনীত ডিলারদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে একপর্যায়ে এই ক্ষুধার্ত মানুষগুলোর ওপর গুলি চালায় তারাএই ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজিবপুরে কয়েকজন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়গুলিবিদ্ধ ও গুরুতর আহতদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছেবর্তমানে সেখানে গুলিবিদ্ধ মানুষগুলো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে দুর্ভিক্ষ নামে৭৪র দুর্ভিক্ষের কথা মানুষ এখনও ভুলে যায়নিকুড়িগ্রামের ঘটনা ৭৪র দুর্ভিক্ষেরই আলামতবিশ্বের কোথাও ক্ষুধার্ত মানুষকে নিয়ে এতো নির্মমতা নজীরবিহীনএরা এতো নিষ্ঠুর যে ক্ষুধার্ত মানুষকে গুলি করতেও দ্বিধা করে না

রিজভী বলেন, গতকাল প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন- জনগণ ভোট দিলে আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবেআপনি কী জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন? আপনি তো নিজের ভোটও নিজেকে দেননিদেশ পরিচালনা করতে আপনাদের তো জনগণের ভোটের প্রয়োজন হয় নাআপনাদের মুখে জনগণের নিকট ভোট চাওয়ার কথা রসিকতা ছাড়া আর কিছুই নয়এই চলতি অধিবেশনে মহিলা এমপি বেগম খুরশেদ আরা হক বলেছেন- কিছু মানুষ আছে শুধু নির্বাচন নির্বাচন বলে, আমি নির্বাচন চাই না, নির্বাচন হলে মানুষ মারা যায়, আমাদের বিরোধী দলীয় নেত্রী তো সবসময় হ্যাঁ বলেন, তিনিই বিরোধী দলীয় নেত্রী থাক, আর আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীই থাক, উনার পরিবার ক্ষমতায় থাক, প্রধানমন্ত্রী কষ্ট করে যে টাকাগুলো জমিয়েছেন এগুলোর ওপর লোভ পড়েছে, প্রধানমন্ত্রী না থাকলে টাকাগুলো পাচার হয়ে যাবেব্যাংক তো এখন উষর মরুভূমি, তাহলে জমানো টাকাগুলো কোথায় আছে, মানুষ তা জানতে চায়

বিএনপির এই নেতা বলেন, নিশ্চয়ই প্রধানমন্ত্রীর ইচ্ছাও তাইভোট ছাড়া আবারও কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়, কিভাবে বিনা ভোটে আবারও প্রধানমন্ত্রী হওয়া যায়, সেই পথ নকশা এঁটেই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাল নথির মিথ্যা সাজানো মামলায় কারাগারে বন্দী করে রাখা হয়েছেআগামীতে যে আর বিনা ভোটের নির্বাচন শেখ হাসিনা করতে পারবেন না সেটি তিনি উপলব্ধি করেছেন বলেই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার জোটের এমপিদেরকে দিয়ে নির্বাচন না করানোর জন্য অর্বাচীনের মতো বক্তৃতা করাচ্ছেনএবার জনগণের ভোটাধিকার জনগণ প্রয়োগ করবেইযেকোন ন্যায্য দাবিতে আন্দোলন কখনো বৃথা যায় না

রিজভী বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের কাছে সরকার যেভাবে মাথানত করেছে তাতে যুবক, যুবতী, তরুণ-তরুণীসহ সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়া, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠার ন্যায্য আন্দোলনও বৃথা যাবে নাদেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেই আন্দোলনে বিজয় অর্জিত হবেইবেগম খালেদা জিয়া বিহীন জাতীয় নির্বাচন আর এদেশে অনুষ্ঠিত হবে না, জনগণ তা হতে দেবে নাআর বেশি সময় নেই, আপনাদের সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই-এই মুহূর্তে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবেআর তা না হলে জনগণ আর অপেক্ষা করবে নানইলে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন একসাথে সংঘটিত হবেবেগম জিয়াকে মুক্ত করতে এবং মানুষের ভোটের অধিকার ফিরে পেতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের বিজয় অতি সন্নিকটেচক্রান্ত করে বন্দুকের জোরে মানুষের অধিকারকে দমিয়ে রাখা যাবে না


এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীসহ নেত্রকোনা জেলার ১৩০ জন বিএনপি নেতাকর্মী গতকাল আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান রিজভী


শেয়ার করুন

0 facebook: