20 April 2018

আওয়ামীলীগের মেয়র প্রার্থীকে জাপার সমর্থন


স্বদেশবার্তা ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা শুক্রবার জুম্মাবার হওয়ায় ব্যস্তদিন কাটিয়েছেনশুক্রবার সরকারী ছুটির দিন হওয়ায় প্রার্থীদের সমর্থনে দিনভর বিভিন্ন সংগঠণের নেতা-কর্মী ও কর্মকর্তা এবং ভোটাররা প্রার্থীদের বাসায় ভীড় জমিয়েছেন এবং কথাবার্তা বলেছেন ও সমর্থণ জানিয়েছেননির্বাচনে বিজয়ী হতে প্রার্থীরা নানা কৌশল ও প্রচারণা নিয়ে তাদের উপদেষ্টা ও কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় ঘরোয়া বৈঠক করছেন

অনেক প্রার্থী নানা প্রতিশ্রুতি সম্বলিত নির্বাচনী ইশতেহার তৈরী নিয়ে ব্যস্ত ছিলেনআবার অনেকে নির্বাচনী প্রচারে নামার শেষ মুহুর্তে নানা বিষয়গুলো যাচাই বাছাই করছেনএছাড়াও এদিন তারা নিজেদের নির্বাচনী এলাকার মসজিদে ভোটারদের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেছেনএসময় তারা ভোটারদের সঙ্গে নানা কুশলাদি বিনিময় করেছেনজুম্মার নামাজে অংশ নিতে গিয়ে প্রার্থীরা ভোটার ও সমর্থকদের মাঝে কিছু সময় কাটিয়ে নানা আশার বাণী শুনিয়েছেনগাজীপুরের এ নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী এদিন একই মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেনএদিন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীকে সমর্থন জানিয়েছে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হবে আগামী মঙ্গলবার এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ মেপ্রতীক বরাদ্ধ ও ভোটগ্রহণকে সামনে রেখে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ব্যস্ত হয়ে পড়েছেনপ্রতীক বরাদ্ধের পরই প্রার্থীরা নির্বাচনী প্রচারে জোরেশোরে নেমে পড়বেনতাই ইতোমধ্যে তারা প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন

নির্বাচনী প্রচার কার্যক্রমকে স্বাভাবিক ও বেগবান করতে প্রতিটি ওয়ার্ডে তৈরী করা হয়েছে নির্বাচনী প্রচার কমিটিপ্রতীক বরাদ্ধ পেয়েই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বচনী প্রচারে মাঠে নেমে পড়বেনযাবেন ভোটারদের বাড়ি, দোকান, বাজার, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানেনির্বচনী প্রচারণা আনুষ্ঠাণিকভাবে শুরু না হলেও প্রার্থীরা নানা কৌশলে প্রতীক বরাদ্ধ পাবার আগে থেকেই নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য ভোটারদের কাছে দিয়ে দেখা করে তাদেরকে পক্ষে টানার চেষ্টা করছেন
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম শুক্রবার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেনদিনের অধিকাংশ সময়ই তিনি বাসায় কাটিয়েছেনসকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভোটার ও বিভিন্ন সংগঠণের লোকজন তার সঙ্গে দেখা করে সমর্থন জানিয়েছেনবেলা ১১ টার দিকে গাজীপুর মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সঞ্জিত কুমার মল্লিক বাবুর নেতৃত্বে ও গাজীপুর মহানগর পুজা উৎযাপন কমিটির সদস্যরা এ নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমকে সমর্থন ব্যক্ত করেন

এসসময় অন্যান্যের মধ্যে পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অরুন কুমার সাহা, ঐক্য পরিষদ নেতা ফেডারিক মুকুল বিশ্বাস ও রতন কুমার দাসসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেনদুপুরে তিনি চান্দনা চৌরাস্তা এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেনএসময় তিনি স্থানীয় ভোটার ও লোকজনের সাথে দেখা করে কুশলাদি বিনিময় করেন

এদিকে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা শুক্রবার জাহাঙ্গীর আলমের সঙ্গে ছয়দানা এলাকায় তার বাসভবনে দেখা করেন এবং তাকে সমর্থন জানানজাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ আওয়ামীলীগ প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করার জন্য গতরাতে টেলিফোনে স্থানীয় নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মহানগর জাপার নেতৃবৃন্দ

অপরদিকে এ নির্বাচনে বিএনপি মনোনীত অপর মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারও কর্মী সমর্থকদের নিয়ে দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকার একই মসজিদে জুম্মার নামাজ আদায় করেনএসময় তিনি স্থানীয় ভোটার ও লোকজনের সঙ্গে দেখা করে কুশলাদি বিনিময় করেনতিনি দিনের অধিকাংশ সময় বাসায় ব্যস্ত সময় কাটিয়েছেনএসময় তার সঙ্গে বিভিন্ন এলাকা থেকে ভোটার ও বিভিন্ন সংগঠণের লোকজন তার সঙ্গে দেখা করে সমর্থন জানিয়েছেন


অপর মেয়র প্রার্থীসহ নির্বাচনের অন্য প্রার্থীরাও এদিন ব্যস্ত সময় কাটিয়েছেনএকইভাবে মহিলা প্রার্থীরাও শুক্রবার ব্যস্তদিন অতিবাহিত করেছেন


শেয়ার করুন

0 facebook: