স্বদেশবার্তা ডেস্কঃ সড়কে দুর্ঘটনা
নয়, হত্যাকাণ্ড হচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ যাত্রী
কল্যাণ সমিতি। রাজধানীর ৮৭ ভাগ বাস-মিনিবাস সড়কে নৈরাজ্য চালাচ্ছে
বলে অভিযোগ সংগঠনটির। শনিবার দুপুরে রাজধানীর
প্রেসক্লাবে ‘সড়কে নৈরাজ্য ও অব্যবস্থাপনা উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব তথ্য উঠে আসে।
আলোচনা সভায়
বলা হয়, সড়ক দুর্ঘটনায় দেশে প্রতিদিন গড়ে ৬৪ জন মানুষ নিহত
হচ্ছেন। বক্তারা বলেন, সড়কে অব্যবস্থাপনার পেছনে প্রধান কারণ মধ্যসত্বভোগীদের দৌরাত্ম। রেল ও নৌপথে বিনিয়োগ না হওয়া
এবং দাতাগোষ্ঠীর আগ্রহ কম হওয়ায় সড়কে চাপ বাড়ছে।
এছাড়া চালকদের
কর্মঘণ্টার নির্দিষ্ট নীতিমালা না থাকা দুর্ঘটনার আরেকটি কারণ বলে উল্লেখ করেন
তারা।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: