স্বদেশবার্তা ডেস্কঃ রোহিঙ্গা শিশু ও নারী এবং ঝুঁকিপূর্ণ স্থানীয়দের মানবিক সহায়তায় ইউনিসেফকে ১৫.৭ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে জাপান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুদানের তথ্য জানিয়েছে ইউনিসেফ।
এতে বলা হয়, রোহিঙ্গা শিশু ও নারী এবং ব্যাপক অনুপ্রবেশের কারণে ঝুঁকির মুখে পড়া স্থানীয়দের জরুরি সহায়তার প্রয়োজনের বিষয় অনুধাবন করে এই আর্থিক অনুদান দিয়েছে জাপান। রোহিঙ্গা শিশু ও নারীদের জন্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে এই অর্থ ব্যয় হবে।
সংকটের প্রথম ৬ মাসে অতিপ্রয়োজনীয় সহায়তার প্রশংসা করে ইউনিসেফ’র বাংলাদেশ প্রতিনিধি অ্যাডুয়ার্ড বেইগবেডার বলেন, এই অনুদানের জন্য জাপান সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ আমরা। সংস্থাটি ২০১৮ সালে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ১৪৪.৬ মিলিয়ন মার্কিন ডলারের আবেদন জানিয়েছে। এরমধ্যে ৩০ শতাংশ পাওয়া গেছে। আরও ১০০.৮ মিলিয়ন ডলার প্রয়োজন।
এ পর্যন্ত ইউনিসেফ ১৫ হাজার শিশুকে অপুষ্টি, ১ লাখ ৪২ হাজার ৩শ’র অধিক শিশুকে মানসিক সহায়তা, ৩ লাখ ৫৪ হাজার ৯৮২ শিশুকে হামের টিকা ও ৪ লাখ ৩১ হাজার ৪৪৮ শিশুকে ডিপথেরিয়া এবং ৭ লাখ ৪৮৭ জন বয়স্ক মানুষকে কলেরার চিকিৎসা দিয়েছে। এছাড়া ৫ বছরের নিচে ৫৩ হাজারেরও বেশি শিশুকে স্বাস্থ্য সেবা দিয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: