14 May 2018

বিএনপির বিশেষ নজরে ১৫ মে


স্বদেশবার্তা ডেস্কঃ খালেদা জিয়ার জামিনের বিষয়ে আপিল বিভাগের রায় আগামীকাল ১৫ মেএকই দিন খুলনা সিটি করপোরেশনের ভোটগ্রহণও অনুষ্ঠিত হবেএ কারণে দিনটির ওপর বিশেষ নজর রাখছে বিএনপিএ দুটি ইস্যুকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দলের পরবর্তী আন্দোলন ও কর্মপন্থাও তৈরি হবেখুলনায় নেতাকর্মীদের ধরপাকড় বন্ধ করতে গতকাল হাইকোর্টে রিট করে বিএনপি

বিএনপির নীতিনির্ধারণী সূত্র বলছে, আপিল বিভাগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন জামিন না পেলে তার প্রতিবাদ জানানো হবেএকইসঙ্গে খুলনায় কারচুপি করে বিজয় ছিনিয়ে নেওয়া হলে তা-ও মানা হবে নাতাই দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে কর্মপন্থা সাজানো হচ্ছে

বেগম জিয়ার জামিন না হলে আন্দোলনের কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে এমন কথা আগেই বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানখুলনার নির্বাচনে কারচুপি হলে সেক্ষেত্রে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি খুলনায় পৃথক কর্মসূচিও দেওয়া হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আমাদের সময়কে বলেন, আদালত যদি নিরপেক্ষ থাকেন, তা হলে বেগম জিয়ার জামিন হবেআর যদি খুলনায় ভোটাররা কোনোভাবে ভোট কেন্দ্রে যেতে পারেন, তা হলে ধানের শীষের মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর বিজয় সুনিশ্চিত হবেসরকার যতই ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক গয়েশ্বর এ-ও বলেন, নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা বাস্তবায়ন করছেখুলনার পুলিশ চলছে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী

বিএনপি নেতারা খালেদা জিয়ার জামিন এবং খুলনার নির্বাচন নিয়ে তাদের আশা ও শঙ্কার কথা বলেনতারা বলেন, তফসিল ঘোষণার পর খুলনা সিটিতে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রতিহত করতে নেতাকর্মীদের গ্রেপ্তারসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে
দলটির একাধিক নেতা জানান, নির্বাচন নিয়ে আইনি প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক প্রস্তুতিও রয়েছে বিএনপিরদলের সিদ্ধান্ত অনুযায়ী খুলনায় নেতাকর্মীদের ধরপাকড় বন্ধ করতে হাইকোর্টে রিট করা হয় গতকাল; আজ শুনানি হবে

এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আমাদের সময়কে বলেন, খুলনা সিটি নির্বাচন সামনে রেখে যে ব্যাপক ধরপাকড় ও পুলিশি হয়রানি চলছে, তার প্রতিকার চেয়ে মহামান্য আদালতে রিট করা হয়েছেসংক্ষুব্ধ হয়ে রিট করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানআগামীকাল (সোমবার) এই রিটের শুনানি হবেআশা করি রিটকারীর পক্ষে আদেশ আসবে

বিএনপি নেতারা বলেন, খুলনা সিটি করপোরেশনের ভোটের দিনে খালেদা জিয়ার জামিনের রায়ের দিন ধার্য করা হয়েছেএটাকে বিএনপি সরকারি ষড়যন্ত্র মনে করছেকারণ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে রায় এবং খুলনা সিটি নির্বাচনের তারিখ একই দিনে রাখার মানে হচ্ছেÑ বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর নজর বিভক্ত করা

সূত্র মতে, খালেদা জিয়ার জামিন বিষয়ে ১৫ মে রায়ের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতা-কর্মীরা আদালতে অবস্থান নেবেনখুলনা সিটি নির্বাচন মনিটরিং করতে নয়াপল্টনে বিএনপি নেতারা থাকবেনএ ছাড়াও নির্বাচনের নানা অনিয়মের চিত্র নির্বাচন কমিশনে জানাতেও স্থায়ী কমিটির এক সদস্যের নেতৃত্বে একটি টিম থাকবেড. আবদুল মঈন খান অথবা নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই টিম হতে পারে

খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খুলনায় যদি কোনো রকমের অনিয়ম, কেন্দ্র দখল, ভোট চুরি বা ডাকাতি হয়; সেই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করব এবং সেই নির্বাচনের বিরুদ্ধেও আমরা আন্দোলন করব

তিনি আরও বলেন, আমাদের কাছে খবর আছে নির্বাচন কারচুপি করতে সরকারি কর্মকর্তাদের এজেন্ট হিসেবে পাঠানো হচ্ছেতারা কেন্দ্র দখল করে বাক্সে ভুয়া ব্যালট পেপার ঢুকাবেনআমাদের এজেন্টদের বলছে আসতে দেবে নাভয়ভীতি দেখিয়ে গত তিন রাত ধরে তাদের বাড়িতে থাকতে দেয়নি, দিচ্ছে না


শেয়ার করুন

0 facebook: