আন্তর্জাতিক ডেস্কঃ গত বছর ইরানের পার্লামেন্ট ভবন ও সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে আট ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) চালানো প্রথম ওই হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন।রোববার ইরানের বিপ্লবী আদালত ওই হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আটজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর রয়টার্সের।
দণ্ডপ্রাপ্তরা চাইলে ইরানের সর্বোচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন বিপ্লবী আদালতের প্রধান মুসা গজনফারাবাদি।
হতাহতদের পরিবারের সদস্যরা ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে। আদালত পরে সেসব অভিযোগও শুনবে বলে জানিয়েছেন গজনফারাবাদি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: