14 May 2018

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে উত্তাল বিশ্ব


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানো নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা বিশ্বপুরো বিশ্বের হুশিয়ারি উপেক্ষা করে আজ সোমবারই তেলআবিব থেকে জেরুজালেমে নিজেদের দূতাবাস সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

তবে দূতাবাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান বর্জন করছেন ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বেশির ভাগ রাষ্ট্রএ পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে রাশিয়া ৭০ বছরের মার্কিন ঐতিহ্য ভঙ্গ করে গত বছরের ডিসেম্বরে দূতাবাস সরানোর ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএদিকে দূতাবাস সরানোর পরিকল্পনায় সর্বাত্মক প্রতিরোধের ডাক দিয়েছে ফিলিস্তিনিরালেবাননে ফিলিস্তিন সমর্থক একটি গোষ্ঠী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে

এদিকে দূতাবাস সরানোর আগে গাজা ও পশ্চিম তীরে সেনা সংখ্যা দ্বিগুণ করেছে ইসরাইলইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, উদ্বোধন উপলক্ষে ইসরাইলের আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠান বর্জন করছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের রাষ্ট্রদূতরাযোগ দিচ্ছেন না রাশিয়া, মিসর ও মেক্সিকোর রাষ্ট্রদূতেরাও সোমবার আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন হলেও রোববার সন্ধ্যা থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়এসব আয়োজনের একটি হচ্ছে এই অভ্যর্থনা অনুষ্ঠানএতে যোগ দিতে মার্কিন প্রতিনিধি দল ইসরাইলে পৌঁছেছে

ট্রাম্প কন্যা ইভাঙ্কা ও জামাতা জ্যারেড কুশনার এ দলকে নেতৃত্ব দিচ্ছেনরয়েছেন অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন এবং কংগ্রেসের ১২ সদস্য ২০১৭ সালের ৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন ট্রাম্পএতে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে

রোববারের অভ্যর্থনা অনুষ্ঠানে ইসরাইলে নিয়োজিত বিভিন্ন দেশের ৮৬ জন রাষ্ট্রদূতকে আমন্ত্রণ করা হয়েছিলতবে এর মধ্যে মাত্র ৩০ জন আমন্ত্রণ গ্রহণ করেছেন এর মধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তটির বিরোধিতাকারী দুটি দেশও রয়েছেদেশগুলো হচ্ছে হাঙ্গেরি ও চেক রিপাবলিকতবে ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারাশিয়া, মিসর ও মেক্সিকোও ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছে না

অভ্যর্থনা অনুষ্ঠানে গোটা ইসরাইলি মন্ত্রিসভা উপস্থিতি থাকবেনেসেট কমিটিগুলোর সভাপতিরা, নেসেট পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটির সদস্য এবং এমকে জোটের বাকি অংশও যোগ দেবে

অর্থাৎ অনুষ্ঠানে বিরোধী দলের অনেক সদস্যও থাকছেনঅভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রিত করা হলেও সোমবার দূতাবাসের উদ্বোধনের দিন বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়নিএদিন তাদের আমন্ত্রণের দায়িত্ব যুক্তরাষ্ট্র প্রশাসনের


শেয়ার করুন

0 facebook: