20 May 2018

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১০ লাখ টাকা জরিমানা


স্বদেশবার্তা ডেস্কঃ মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রি করার দায়ে সুপার শপ স্বপ্নকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

আজ রোববার বিকেলে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত স্বপ্ন সুপার শপে অভিযান চালায় র‍্যাব ও বিএসটিআই

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এটি ভাবতে কষ্ট হয় যে এটি অভিজাত এলাকা বনানীর ১১ নম্বর সড়কের সুপার শপ স্বপ্নর একটি চিলিং রুমপুরো কক্ষটি ভর্তি তিন থেকে নয় মাস আগের মেয়াদোত্তীর্ণ পণ্যে, সাথে রাখা হয়েছিল মেয়াদ আছে এমন সব পণ্যওঅভিযানের সময় পাওয়া যায় মেয়াদ টেম্পারিং করে সরবরাহ করা বিভিন্ন ব্র্যান্ডের ৩০০ কোমল পানীয়ের ক্যান ওই রুমের এক পাশে রাখা ছিল মেয়াদোত্তীর্ণ পণ্যপ্রায় এক থেকে দুই বছর আগে যেসব পণ্য মেয়াদোত্তীর্ণ হয় সেগুলোতে ছত্রাকে ভরে গেছে, সেগুলো রাখা হয়েছে থরে থরে ভালো পণ্যের সঙ্গেদুই বা পাঁচ কেজি ওজনের পেঁয়াজের প্যাকেট পরিমাপ করে প্রত্যেকটিতে ২০০ থেকে ৪০০ গ্রাম ওজনে কম পাওয়া যায়সিটি করপোরেশনের সিদ্ধান্ত অমান্য করে গরুর মাংস বিক্রি করছে ৫৫০ টাকা কেজি দরেএকটি পানীয় পণ্যের মূল্য ৯৮ টাকা হলেও তা টেম্পারিং করে করা হয়েছে ১৬৭ টাকাএসব কারণে ভ্রাম্যমাণ আদালত স্বপ্নকে ১০ লাখ টাকা জরিমানা করে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটতবে কর্তৃপক্ষকে সংশোধনের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে, যাতে এর পুনরাবৃত্তি না ঘটে

এ সময় র‍্যাব ও বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

পরে একই এলাকার ১২ নম্বর সড়কের এইচ ব্লকের ৩৩ নম্বর বাড়ির আন্ডার গ্রাউন্ডে অবস্থিত দাহাস ট্রেডিং করপোরেশন থেকে ১২০ মণ মেয়াদোত্তীর্ণ নষ্ট খেজুর জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতজরিমানা করা হয় আট লাখ টাকা


শেয়ার করুন

0 facebook: