22 May 2018

অল্পের জন্যে রক্ষা পেলেন ১৪১ বাংলাদেশি


আন্তর্জাতিক ডেস্কঃ ইউএস বাংলা উড়োজাহাজ দুর্ঘটনার ক্ষত এখনো ভুলতে পারেনি বাংলাদেশের লোকজনতার আগেই আরো একটি দুর্ঘটনার মুখোমুখি হতে হলো প্রবাসী বাংলাদেশিদেরতবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৪১ জন বাংলাদেশি

সৌদি আরবের মদিনা মনোয়ারা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ যান্ত্রিক ক্রটির কারণে গতকাল সোমবার রাত ৮টার দেশটির জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণ করে

এ সময় বিমানটির সামনের দুই চাকায় আগুন ধরে যায়বিমানটিতে ১৪১ জন বাংলাদেশি ও ১০ জন ক্রুসহ মোট ১৫১ জন আরোহী ছিলেনএঁদের মধ্যে ৭০ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছেতাদের বিমানবন্দরেই চিকিৎসা দেয় মেডিকেল টিমএছাড়া আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে

সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গেজেট সূত্রে জানা যায়, জেদ্দার আন্তর্জাতিক বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দর থেকে গতকাল সোমবার সৌদি এয়ারলাইন্সের এ-৩৩০-২০০ বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়উড্ডয়নের পর স্থানীয় সময় রাত ৮টার দিকে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়বিমানের পাইলট বেশ কিছুক্ষণ এই ত্রুটি সারানোর চেষ্টা করেনকিন্তু তা সম্ভব না হলে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়রানওয়েতে নামার অনুমতি না পেয়ে বেশ কয়েক ঘণ্টা আকাশে ঘোরাঘুরি করতে হয় বিমানটিকে

এরপর অবতরণের সময় বিমানটির নাক মাটিতে ধাক্কা লাগলে এটির কিছুটা ক্ষতি হয়এ সময় সামনের দুই চাকায় আগুন লেগে গেলে কয়েকজন যাত্রী লাফিয়ে নামতে থাকেনএতে বেশ কয়েকজন আহত হন

২০১৪ সালের জানুয়ারিতে সৌদি আরবে একই রকম ঘটনা ঘটেওই  সময় সৌদি এয়ারলাইন্সেরই বিমান বোয়িং ৭৬৭ কে জরুরি অবতরণ করাতে হয়ওই ঘটনায় ২৯ জন আহত হয়েছিলেন বলে জানা গেছে


শেয়ার করুন

0 facebook: