22 May 2018

বিশ্বের সবচেয়ে বড় ইফতার মক্কায়


আন্তর্জাতিক ডেস্কঃ প্রতি বছর রমজান মাসে সৌদি আরবের বায়তুল্লাহ শরিফ মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে অপূর্ব আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়সৌদি সরকারের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মক্কার কাবাঘরে প্রতিদিন বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আয়োজন করে দেশটির সরকার

মসজিদুল হারামে ইফতার করার জন্য দূর-দূরান্ত থেকে আসরের নামাজের পর থেকে মুসল্লিরা উপস্থিত হয়সৌদি আরবেও সময়ের সঙ্গে পাল্টে গেছে খাদ্যাভ্যাস, সেই সঙ্গে ইফতারওএখন মসজিদুল হারামে প্রতিদিন ইফতারে রোজাদারদের জন্য দেওয়া হয় বিভিন্ন ধরনের মসলাদার খাবার; স্যুপ বা শরবত, কাবাব, ফাতির (রুটি), লবণ, সবজি, খেজুর ও জমজমের পানি

রমজান আসার ১৫ দিন আগে থেকেই মক্কায় রোজার প্রস্তুতি শুরু হয়রমজানকে ঘিরে চারদিকে পড়ে যায় সাজ সাজ রবএকে অন্যকে জানায় রমজানের অভিবাদনদেখা সাক্ষাতে মানুষ রমজানের সওগাত জানায় শাহরু আলাইকা মোবারাকবলেরমজানকে ঘিরে দাওয়াতি কাজ শুরু করেন অনেকেইবিভিন্ন রকমের হ্যান্ডবিল, লিফলেট, ছোট পুস্তিকা, সকাল-সন্ধ্যার দোয়ার ছোট কার্ড ইত্যাদি ছাপিয়ে মসজিদে মসজিদে বা ব্যক্তিপর্যায়ে বিতরণ করা হয়আর এ ধারা অব্যাহত থাকে রমজান মাসজুড়ে

রমজানের আগে থেকেই এখানে সর্বত্র দেখতে পাওয়া যায় সারি সারি তাঁবুএগুলো রোজাদারদের ইফতার করানোর জন্য তৈরি করা হয়আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতারআর মসজিদগুলোতে থাকে ইফতারের ব্যবস্থাকারখানার শ্রমিকরাও পান উন্নতমানের ইফতার সামগ্রীরমজান উপলক্ষে সরকারিভাবে কর্মঘণ্টা কিছুটা কমিয়ে দেওয়া হয়ইফতার সরবরাহ সওয়াবের কাজতাই আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে মক্কা নগরীর হাজার-হাজার মানুষ ছাড়াও পবিত্র ওমরা করতে আসা বিশ্বের লাখ লাখ হাজি যার যার সামর্থ্য অনুযায়ী ইফতার সামগ্রী নিয়ে ছুটেন পবিত্র মক্কার মসজিদুল হারামে

গত বছর থেকে নতুন নিয়মে পবিত্র কাবা প্রাঙ্গণে ইফতারির আয়োজন করা হচ্ছেযাঁরা ইফতার সামগ্রী প্রদান করেন তাঁরা সুপারভাইজার ও স্বেচ্ছাসেবক নিয়োগ করবেনতাঁরা ইফতার সাজানো ও পরিষ্কারের দায়িত্ব পালন করবেনমসজিদুল হারামের প্রায় ৯০টি গেট দিয়ে রোজাদার মুসল্লিরা ধীরস্থীরভাবে প্রবেশ করেনসব ভেদাভেদ ভুলে এভাবে একসঙ্গে পাশাপাশি বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইফতার গ্রহণের এ দৃশ্য বিশ্বের আর কোথাও দেখা যায় না

সৌদি আরবে গত নভেম্বর থেকে শুরু হয়েছে ওমরা মৌসুমওমরা পালনের জন্য গত সাত মাসে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অর্ধ কোটি মানুষ দেশটিতে এসে পৌঁছেছেনওমরা পালনকারীদের এই সংখ্যা গত বছরের তুলনায় বেশিএক সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেটতবে সৌদি নাগরিকরা রমজানের অর্ধেক অতিবাহিত হওয়ার পর ওমরা আদায়ে মনোযোগী হবেন এবং রমজানের শেষ দশকে হারামাইন শরিফে ইতিকাফের জন্য একত্রিত হবেনএভাবেই ওমরা আদায় ও পূণ্য কাজের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে রমজানের সিয়াম পালন করেন নবীর দেশের নাগরিক ও অতিথিরা


শেয়ার করুন

0 facebook: