22 May 2018

পাকিস্তানে দাবদাহে ৬৫ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে প্রচণ্ড দাবদাহে গেলো তিন দিনে ৬৫ জনের মৃত্যু হয়েছেআজ মঙ্গলবার একটি সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান এ খবর জানিয়ে আরও মৃত্যুর আশঙ্কা করছেখবর রয়টার্সের

এমন এক সময় পাকিস্তানে দাবদাহ দেখা দিলো যখন চরম বিদ্যুৎ সঙ্কট ও রমজানের রোযা পালন করছেন দেশটির ধর্মপ্রাণ মুসলমানরাস্থানীয় মিডিয়া জানায়, সোমবার সেখানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়

পাকিস্তানের সর্ববৃহৎ শহর করাচিতে মর্গ ও অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনাকারী ইধি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ইধি জানিয়েছেন, শহরের দারিদ্র্যপীড়িত এলাকায় অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে

তিনি বলেন, গেলো তিনদিনে ৬৫ জনের মৃত্যু হয়েছেআমাদের হিমাগারে ওই মৃতদেহগুলো রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে প্রচণ্ড গরমে তাদের মৃত্যু হয়েছে
তবে এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নিকিন্তু সিন্ধু প্রদেশের স্বাস্থ্য সচিব ফজলুল্লাহ পেচুহু বলেছেন, কেউই দাবদাহে মারা যায়নি

তিনি বলেন, তাদের মৃত্যু দাবদাহ বা অন্য কোনো কারণে হয়েছে কিনা সেটি কেবল চিকিৎসক এবং হাসপাতালই বলতে পারেকরাচিতে প্রচণ্ড গরমের কারণে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে এমন দাবি আমি সুনিশ্চিতভাবে প্রত্যাখ্যান করছি

তবে প্রাদেশিক সরকার সেখান বাসিন্দাদের নিশ্চিত করেছে, ২০১৫ সালে পুনরাবৃত্তি হবে নাএকইসঙ্গে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা

এর আগে ২০১৫ সালে করাচিতে প্রচণ্ড দাবদাহে কমপক্ষে এক হাজার তিনশজনের মৃত্যু হয়যাদের অধিকাংশই বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ ব্যক্তিওইসময় মর্গগুলোতে মৃতদেহ রাখার মতো জায়গা ছিল না


শেয়ার করুন

0 facebook: