![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ বরিশালের বাকেরগঞ্জ মাদরাসার সুপারের মাথায় মলমূত্র ঢেলে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ। এ ছাড়া বাজেটে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা বরাদ্দেরও দাবি করা হয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
শিক্ষক নেতারা বলেন, মাদরাসার জমি আত্মসাতের চেষ্টা ও ম্যানেজিং কমিটির নির্বাচনে হেরে যাওয়ার স্থানীয় জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলম খন্দকার ও তার সাঙ্গপাঙ্গরা মাদরাসা সুপারের মাথায় মল ঢেলে দেয়। এই নেতাসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে যথাযথ শাস্তি দিতে হবে।
মানববন্ধনে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, বেসরকারি শিক্ষকদের জন্য বেতন ইনক্রিমেন্ট ও ৫ শতাংশ বৈশাখী ভাতা প্রদান করতে হবে। আগামী বাজেটে এ বিষয়ে বরাদ্দ দেয়ার আহ্বান জানান তিনি। মনববন্ধনে স্বাশিপের সভাপতি মোস্তাফিজুর রহমান নাঈম, শিক্ষক নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম, সাইদুল রহমান পান্না, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ১২ মে বরিশালে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত শিক্ষক আবু হানিফা (৫০) কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার ও নেছারবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম। এ ঘটনায় ১৩ মে সকালে ইমাম আবু হানিফা বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। পরে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তরা হরেন- পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলম খন্দকার, সহযোগী জাকির হোসেন জাকারিয়া, মো. মাসুম সরদার, মো. এনামুল হাওলাদার, মো. রেজাউল খান, মো. মিনজু, সোহেল খন্দকার ও মিরাজ হোসেন। অভিযুক্ত সবার বাড়ি কাঁঠালিয়ায়।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: