ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মাদকবিরোধী অভিযানের নামে বিচার বহির্ভূতভাবে এখন
পর্যন্ত প্রায় ৭৫ জনকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতরাতেও ৫ জেলায় ৭ জনকে ক্রসফায়ারে দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে মাদক নির্মূলের নামে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী করা
হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি
এমন মন্তব্য করেন। তিনি বলেন, এভাবে নির্বিচারে মানুষ হত্যা সকলের জন্য রীতিমতো উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে। এখন ক্রমান্বয়ে
বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং নতুন করে টার্গেট করা হচ্ছে। অনেক পরিবারের অভিযোগ তাদের তুলে নিয়ে গিয়ে পুলিশের
দাবিকৃত টাকা দিতে না পারায় রাতে বিচার বহির্ভূতভাবে নিরীহ লোকদের হত্যা করা হয়। একদিকে জনগণকে ভয় পাইয়ে দিতে সরকারি চক্রান্ত
বাস্তবায়ন হচ্ছে অন্যদিকে নিরীহ লোকদের ধরে হত্যা ও হত্যার ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা
বাহিনীর চলছে ঈদের আগে রমরমা বাণিজ্য।
0 facebook: