আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনি স্নাইপার এবং রকেট হামলায় সৌদি বাহিনীসহ রিয়াদ নেতৃত্বাধীন সামরিক বাহিনী ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে বলে খবর দিয়েছে ইরানের আল আলম টেলিভিশন।
টেলিভিশন চ্যানেলটি তাদের খবরে সৌদি আরবের সেনাবাহিনীর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। আল আলম টিভি শনিবার জানিয়েছে, ইয়েমেনি সেনাবাহিনী সৌদি আরবের নাজরান প্রদেশের আল শাবাখ এলাকায় হামলা চালালে সৌদি সেনারা ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে।
এছাড়া ইয়েমেনের সামরিক বাহিনী নাজরান প্রদেশের আল বাকাসহ জিজানে সৌদি সামরিক অবস্থানে রকেট এবং কামানের গোলা দিয়ে হামলা চালায়। হামলায় অজ্ঞাতসংখ্যক সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সদস্য নিহত হয় বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
এদিকে ইয়েমেনি সামরিক বাহিনীর পক্ষ থেকে রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ইয়েমেনি সেনাবাহিনী দেশটির পশ্চিম উপকূলে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা রুখে দিয়েছে। এছাড়া শনিবার সৌদি আরবের জঙ্গিবিমান ইয়েমেনের আল হুদায়দা প্রদেশে বোমা হামলা চালিয়ে বেশকিছু মাছ ধরার নৌকা ধ্বংস করে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: