27 May 2018

মাদকের নামে নিরীহ মানুষকে হয়রানী করা হলে কঠোর ব্যবস্থাঃ কাদের


স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেউ যদি মাদক ব্যবসায়ীর অজুহাত দিয়ে নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা অস্ত্র ব্যবহার করে, অভিযানের সময় পুলিশ-র‌্যাবের উপর গুলি করে হামলা চালায়, তখন আইনশৃংখলা বাহিনী বসে থাকতে পারে নাতারাও জানমাল রক্ষার্থে পাল্টা গুলি চালায়এতে হতাহতের ঘটনা ঘটে

রবিবার দুপুরে ফেনী সার্কিট হাউসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ক সভায় তিনি এ সব কথা বলেনসভায় চট্টগ্রাম, কুমিল্লা, নোয়খালী, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার জেলার ডিসি, এসপি, পরিবহন মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, বন্দর, বিআরটিএসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলওয়ে ওভারপাসের একটি লেন আগামী ৫ জুন আরেকটি লেন ১৫ জুন খুলে দেয়া হবেতখন আর মহাসড়কে যানজট থাকবে নাযানজট নিরসনের জন্য উল্টোপথ দিয়ে যাদের গাড়ি প্রবেশ করবে তাদের থেকে ২/৩ গুণ জরিমানা করার জন্য পুলিশকে নির্দেশ দেন মন্ত্রী

তিনি বলেন, টোল আদায়ের সিস্টেম ক্রুটিপূর্ণযানবাহন চালকদের অনুরোধ করে বলেন, নির্ধারিত টোলের টাকা ভাংতি রাখতে হবে যাতে ভাংতি টাকা নিয়ে টোলের সামনে সময় নষ্ট না হয়

মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ফিটনেসবিহীন কোন গাড়ি রাস্তায় বের করবেন নাএর আগে মন্ত্রী ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজ পরিদর্শন করেন


শেয়ার করুন

0 facebook: