ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের জনগণও ভারতের সঙ্গে
অত্যন্ত ভালো সম্পর্ক চায়। কিন্তু সেই সম্পর্ক হতে হবে সম্পূর্ণ পারস্পরিক। নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থ পূরণ
করা সম্পর্ক জনগণ মেনে নেবে না।
শনিবার
রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এ ইফতারের আয়োজন করে
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক দল ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।
মির্জা ফখরুল
বলেন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য কি ১৫৮টি অভিন্ন নদীর
যে পানির সমস্যা তা কি ভুলে যেতে হবে? দেশের কোটি
কোটি মানুষ তিস্তা বা অন্যান্য নদীর অববাহিকায় জীবন-যাপন করেছে, তারা সমাধান পাবে না? তাদের জীবন-জীবিকা কি জলাঞ্জলি হয়ে যাবে?
বিএনপি মহাসচিব
বলেন, ১০ বছর ধরে শুনে আসছি, আওয়ামী লীগ এসে গেছে তিস্তা নদীর পানি বণ্টনের চুক্তি হয়ে যাবে। আজ পর্যন্ত হয়নি। সীমান্তে এ দেশের লোককে পাখির
মতো হত্যা করা হয়। সেই ব্যাপারটি এখনও বন্ধ করতে পারেনি। আজকে রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হয়েছে। রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রথমেই চীন ও ভারতের সঙ্গে কথা
বলা উচিত ছিল। এসব সমস্যা নিয়ে কথা বলুন। এটাই সবাই চায়।
জাতীয় প্রেস
ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
প্রধানমন্ত্রীর ভারত সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, জনগণের ভোটে
নির্বাচিত নয় বলে এই সরকার তিস্তার পানি বণ্টন চুক্তি করতে পারছে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
ও ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের মুক্তির দাবিতে সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়
দল।
তিনি বলেন,
জাতীয় ও আন্তর্জাতিক কোনো সমস্যাই বর্তমান সরকারের দ্বারা
সমাধান সম্ভব নয়। কারণ তারা জনগণের সরকার নয়।
জাতীয় প্রেস
ক্লাবের অপর এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলীয়
নেতাকর্মীদের কার্যকর ও কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করছি। তবে এভাবে আন্দোলন করে তাকে
মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হলে কঠোর আন্দোলনের প্রয়োজন। তাই ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নিতে
হবে।
যুব জাগপা
আয়োজিত এক আলোচনা সভা ও ইফতারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন,
আগামী নির্বাচনে আবারও নতুন কৌশলে ভোট ডাকাতির প্রস্তুতি
হিসেবেই প্রধানমন্ত্রী ভারত সফর করছেন। তা প্রতিহত করতে যুবকদেরই ফ্যাসিবাদ হঠাও আন্দোলনের
প্রস্তুতি নিতে হবে।
0 facebook: