02 June 2018

জুয়ায় হেরে স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দিল স্বামী!


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ওড়িশ্যা রাজ্যে স্ত্রীকে বাজি রেখে বন্ধুর সঙ্গে জুয়া খেলতে নেমেছিলেন এক যুবক অবশেষে জুয়ায় হেরে খেলার শর্ত হিসাবে স্ত্রীকে তুলে দেন জয়ী ব্যক্তি অর্থাৎ বন্ধুর হাতেখবর বিবিসির

পরে পরাজিতর সামনেই বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেন জুয়ায় জিতা ওই যুবকস্থানীয় থানা ধর্ষিতার অভিযোগ নিতে অস্বীকার করায় জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করায় গত সপ্তাহের এ ঘটনাটি সম্প্রতি জানাজানি হয় এসপির কাছে অভিযোগ করার পরই ধর্ষিতার স্বামী এবং ধর্ষণে অভিযুক্ত - দুজনই পালিয়েছে

পুলিশ বলছে, বালেশ্বর জেলার বাসিন্দা ওই নারী তাদের কাছে অভিযোগ জানিয়েছেন- তার স্বামী জুয়া খেলায় হেরে গিয়ে তাকে তুলে দিয়েছিল জুয়াতে জয়ী ব্যক্তির কাছেগ্রামের বাইরে নিয়ে গিয়ে সেই ব্যক্তি ধর্ষণও করে ওই নারীকে

ধর্ষিতা ওই গৃহবধূ গণমাধ্যমকে জানান, ঘটনার দিন রাত ১১টার দিকে স্বামী বাড়ি এসে তার সঙ্গে বাইরে যেতে বলেএতো রাতে কোথায় যেতে হবে, বাচ্চারা ঘুমোচ্ছে - একথা বলার পরও স্বামী শোনেনিকোনও জবাব না দিয়ে একরকম জোর করেই নিয়ে যায় গ্রামের বাইরেসেখানে তার এক বন্ধু আগে থেকেই অপেক্ষা করছিল

নির্যাতিতা আরও বলেন, স্বামীর বন্ধু হিসাবে তিনি ভাই বলে সম্বোধন করেন ওই যুবককেকিন্তু স্বামীর সামনেই ওই ব্যক্তি তার হাত ধরে টানছিলঅনেক কাকুতি-মিনতি করেও পার পাননি

শেষে তার স্বামীই ওই ব্যক্তির হাতে জোর করে তুলে দেয়তারপরে স্বামীর সামনেই তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি তিনি তখনও জানতেন না যে তাকে বাজি ধরে জুয়া খেলতে বসেছিলেন স্বামী এবং তিনি পরাজিত হওয়ায় তাকে ধর্ষণ করা হলো

পরের দিন ওই নির্যাতিতার মেয়ে পুরো ঘটনা তার নানাকে জানায়তিনি ওই নারীর শ্বশুরবাড়িতে এসে সবার কাছে ঘটনার সত্যতা জানতে চানকিন্তু কেউই স্বীকার করেন নি গ্রামের মাতব্বররাও জানত না বিষয়টিশেষে মেয়ে আর নাতনিকে নিয়ে বাড়ি ফিরে যান নির্যাতিতার বাবা

তারপরে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই নির্যাতিতা, সঙ্গে তার বাবাও ছিলেনকিন্তু অভিযোগ না নিয়ে মিটমাট করে নিতে পরামর্শ দেওয়া হয় তাদের

বালিয়াপুল থানার অফিসার ইনচার্জ শ্যামসাগর পান্ডা অবশ্য অভিযোগ না নেয়ার কথা অস্বীকার করেছেন


শেয়ার করুন

0 facebook: