স্বদেশবার্তা ডেস্কঃ দেশব্যাপী মাদক
বিরোধী অভিযান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গ্রাম-গঞ্জেও মাদকের ভয়াল থাবায় অনেকের পারিবারিক জীবন ও
সংসার তছনছ হয়ে যাচ্ছে। ইয়াবা ডনরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
নীতি অনুসরণ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে মাদক সেবন ও ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ
দিয়েছেন। এই অভিযান নিয়ে রাজনীতির কোনো
সুযোগ নেই।
গতকাল শনিবার বিকালে
কাজিপুর উপজেলা আওয়ামী লীগ অফিস মাঠে যমুনার ভাঙন কবলিত মানুষের সাথে ইফতার
মাহফিলে এসব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামীলীগের
প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জবাসীকে আশ্বস্ত করে
বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার
যমুনা নদীর ভাঙন প্রতিরোধে ৪৬৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। পানি উন্নয়ন বিভাগ ইতোমধ্যেই
কাজ শুরু করেছে। চলতি বর্ষা মৌসুমে সিরাজগঞ্জ ও কাজিপুরের এক ইঞ্চি জমিও আর যমুনায় বিলীন হবে
না।
তিনি বলেন,
আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ
হাসিনার কোন বিকল্প নেই। তিনি আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে উল্লেখ
করে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
সমাবেশে
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাকার। সমাবেশে সাবেক এমপি তানভীর
শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি জিএম তালুকদার মধু, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী
মাইজবাড়িতে মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল ও এফডব্লিউভিটিআই সেন্টার নির্মাণ
কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনি
ভ‚মি অধিগ্রহণ কাজের চেক হস্তান্তর করেন এবং পানি
উন্নয়ন বিভাগের নদী তীর সংরক্ষণ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেন।ইফতার ও দোয়া মাহফিলে কাজিপুর
ও সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়নের জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও ভাঙনপীড়িত কযেক হাজার সাধারণ মানুষ অংশ নেয়। ইফতার ও দোয়া মাহফিলে জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এম. মনসুর আলীসহ জাতীয়
চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা মাওলানা আব্দুল
মোতালেব।
0 facebook: