12 June 2018

আজ পবিত্র লাইলাতুল কদর


স্বদেশবার্তা ডেস্কঃ আজ দিবাগত রাত মহা মহিমান্বিত, অভাবনীয়নিশ্চিত পুণ্যের অভাবনীয় খাজাঞ্চি সাজানো রজনী-পবিত্র লাইলাতুল কদরপবিত্র কুরআন শরীফে বলা হয়েছে, হাজার মাসের অপেক্ষা এই রাত সর্বশ্রেষ্ঠমহিমান্বিত সে রাতটি আজকের দিন শেষে আসার সম্ভাবনা বেশি

আজ ২৬ রমজানদিনের শেষে আসন্ন রাতটি ২৭ রমজানের রাত হিসেবে চিহ্নিতপবিত্র হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আজকের রাতটি পবিত্র লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অধিকমাসব্যাপী সিয়াম সাধনা শেষে অধিক সম্ভাবনার ভিত্তিতে আজ রাতে সারা দুনিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র লাইলাতুল কদর অন্বেষণ করে থাকেনমাহে রমজানের বিশেষ ফজিলত ও গুরুত্ব অনেকাংশে মহিমান্বিত এ রাতের কারণেই বৃদ্ধি পেয়েছে

পবিত্র রমজানের এ রাতে লাওহে মাহফুজ থেকে নিম্ন আকাশে মহাগ্রন্থ পবিত্র আল কুরআন শরীফ অবতীর্ণ হয়আল্লাহ্ সুবহানাহু তায়ালা সুরা ক্বদরে বলেন, ‘নিশ্চয় এ পবিত্র এ কুরআন শরীফ আমি লাইলাতুল কদরে নাজিল করেছিঅন্য আয়াতে বলেন, ‘রমজান মাস, এ মাসেই পুবিত্র কুরআন শরীফ অবতীর্ণ হয়পবিত্র কুরআন শরীফে আল্লাহ তায়ালা লাইলাতুল কদরকে হাজার মাস অপেক্ষা উত্তম বলে অভিহিত করেছেনএর অর্থ হলো, সাধারণ এক হাজার মাস তথা তিরাশি বছর চার মাস প্রতিরাত জাগ্রত থেকে নামাজ, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত ইত্যাদি নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এই এক রাতের ইবাদতে তার চেয়েও অনেক বেশি সওয়াব পাওয়া যাবে

শবে কদরকে আরবিতে লাইলাতুল কদর বলা হয়আরবি ভাষায় লাইলাতুনঅর্থ হলো রাত্রি বা রজনী এবং কদরশব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মানএ ছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করাএ রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ তায়ালা আলফতথা হাজারশব্দ ব্যবহার করেছেনআলফ আরবি গণনার সর্বোচ্চ সংখ্যামুফাসসিররা বলেন, যদি এর চেয়ে বড় আরো কোনো সংখ্যা প্রচলিত থাকত, তাহলে আল্লাহ তায়ালা হয়তো তা-ই ব্যবহার করতেনএ ছাড়া, শবে কদরের ফজিলত তো আর হাজার মাসের মধ্যে সীমিত করা হয়নিবরং বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তমতার সঠিক পরিমাণ কত, তা আল্লাহই ভালো জানেনএখানে সংখ্যার হিসাব মুখ্য নয়, আল্লাহর অশেষ দানটিই প্রধান হিসেবে প্রতিভাত হবে

লাইলাতুল কদর উম্মতে মোহাম্মদীর একক সৌভাগ্যআর কোনো নবীর উম্মতকে এ ধরনের ফজিলতপূর্ণ কোনো রাত বা দিন দান করা হয়নিআগেকার নবীদের উম্মতরা অনেক আয়ু পেতেনএজন্য তারা অনেকদিন ইবাদত করারও সুযোগ পেতেনসে তুলনায় উম্মতে মোহাম্মদীর আয়ু নিতান্তই কমএজন্য আল্লাহ তায়ালা তার বিশেষ দয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের উম্মতকে মহিমান্বিত এ রাত দান করেছেনযারা এ রাত ইবাদত করে কাটাবেন, তাদের জন্য রয়েছে মহাপুরস্কারের ঘোষণা


শেয়ার করুন

0 facebook: