12 June 2018

আফগানিস্তানে মন্ত্রণালয় ভবনে আইএসের হামলায় নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় ভবনের প্রবেশদ্বারে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের এক হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেনআহত হয়েছেন আরো ৩১ জনহতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেসোমবার এই ঘটনা ঘটেএ খবর দিয়েছে বিবিসি

খবরে বলা হয়, রোজার মাস চলায় গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মচারীরা নিয়মিত সময়ের একটু আগেই ছুটি পানতারা মন্ত্রণালয় থেকে বের হয়ে বাসের জন্য অপেক্ষা করার সময় এই বিস্ফোরণ ঘটে

সন্ত্রাসী গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের নিজস্ব বার্তা সংস্থা আমাকে দেয়া এক বিবৃতির মাধ্যমে জানায়, হামলাটির জন্য তারা দায়ীতবে তাদের মন্তব্য সমর্থনের জন্য কোন প্রমাণ সরবরাহ করেনি

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, হতাহতের মধ্যে অধিকাংশ নারী ও শিশুএছাড়া মন্ত্রণালয়ের কিছু কর্মীও রয়েছেন


উল্লেখ্য, সাম্প্রতিক মাসে আফগানিস্তানে তালেবান ও আইএসর হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছেসরকার ঈদ-উল-ফিতর উপলক্ষে তালেবানের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেতবে আইএসের মতো অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বলে জানিয়েছে


শেয়ার করুন

0 facebook: