14 June 2018

মানুষ স্বস্তি নিয়ে যাচ্ছে, স্বস্তি নিয়েই ফিরবেঃকাদের


স্বদেশবার্তা ডেস্কঃ ঈদে ঘরমুখো মানুষ স্বস্তি নিয়ে যাচ্ছে এবং স্বস্তি নিয়েই ফিরবে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরআজ বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনের সময় তিনি একথা বলেন


ওবায়দুর কাদের বলেন, 'বিকেলে গার্মেন্টস ছুটির পর যাত্রী চাপ বাড়বেতবে মহাসড়কে বিকল গাড়ি সরাতে পর্যাপ্ত রেকার রাখা হয়েছে' এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘সিএমএইচে চিকিৎসা নিতে তাকে প্রস্তাব দেওয়া হয়জানতে চাই বিএনপি কি চিকিৎসা চায়, নাকি রাজনীতি করতে চায়?’


শেয়ার করুন

0 facebook: