15 June 2018

ঈদ কিভাবে কাটবে খালেদা জিয়ার?

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ চার মাসেরও বেশি সময় ধরে পুরান ঢাকার পরিত্যক্ত জীর্ণ কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াতার মুক্তিপ্রক্রিয়া বিলম্বিত হতে হতে চলে এসেছে পবিত্র ঈদুল ফিতরঈদের দিনগুলোও তার কাটবে স্যাঁতস্যাঁতে ওই কারাগারেইকারাগারের একাকিত্ব তো আছেই, পাশাপাশি তার শারীরিক অসুস্থতার খবরে আরো বেশি মলিন বিএনপিনেত্রীকে কারাগারে রেখে বাইরে ঈদের আমেজ তাদের অনেকটাই ফিকে

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে একটি মামলায় বেগম জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়এরপর আইনি নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে ১৬ মে আপিল বিভাগ তাকে জামিন দেনতবে খালেদা জিয়ার বিরুদ্ধে অন্য বেশ কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় মুক্তি পাননি তিনি

কারাগারে এটি অবশ্য খালেদা জিয়ার প্রথম ঈদ নয়ওয়ান-ইলেভেনের পর গ্রেফতার হয়ে কারাগারে ঈদ করতে হয়েছিল বিএনপি প্রধানকে২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া গ্রেফতার হন২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পানএ সময়ের রোজা ও কোরবানির ঈদ কারাগারেই করতে হয়েছে তাকে
৭৩ বছর বয়সেও কারাগারে ঈদ করবেন বেগম জিয়া- বিষয়টি দলের নেতাকর্মীদের কাছে খুবই বেদনাদায়কএর ওপর বিএনপি নেত্রীর অসুস্থতার খবরেও নেতাকর্মীদের ঈদের আনন্দের মধ্যে গভীর দুঃসংবাদ হয়ে দেখা দিয়েছেসম্প্রতি বেগম জিয়া মাইন্ড স্ট্রোক করেছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসকেরা ধারণা করছেনএ জন্য তাকে চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানিয়ে আসছে দলটি

খালেদা জিয়া কারাগারে থাকায় এবার বিএনপি নেতাদের ঈদ কাটবে ভিন্নভাবেপ্রিয় নেত্রীকে কারাগারে শুভেচ্ছা জানাতে ঈদের দিন সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন বিএনপি মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাগতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান

খালেদা জিয়ার অনুপস্থিতিতে এবার থাকছে না বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময়নেতাকর্মীরা জেল গেটে যাবেনএ বিষয়ে রিজভী বলেন, আমরা প্রত্যেকে বেদনার্ত, আমাদের মনের মধ্যে কষ্টযাকে কেন্দ্র করে ঈদে সর্বস্তরের মানুষের সাথে বিদেশী কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হতো, এবার সেটি হবে না

তিনি বলেন, ঈদ একটি ধর্মীয় অনুষ্ঠান, খুশির উৎসবআমাদের মধ্যে ঈদের সেই আনন্দ নেই, খুশি নেইঈদের দিন সকালে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেনসেখান থেকে তারা জেলগেটে যাবেনআমাদের নেতাকর্মীরা অনেকেই বলেছেন, নেত্রীর প্রতি মনের টানে তারা জেল গেটে যাবেন

প্রতি বছরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন কূটনীতিক, গণমান্য ব্যক্তি এবং সর্বস্তরের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেনবিএনপি নেতারা এবার কারাগারে তাদের প্রিয় নেত্রীর সাক্ষাৎ পাবেন কি না তা নিশ্চিত হওয়া না গেলেও ঈদের দিন খালেদা জিয়ার আত্মীয়স্বজনরা কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ পাবেনতারা সকালেই কারাগারে যাবেন বলে জানা গেছে

দুই মামলায় খালেদা জিয়ার প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় আদালতে হাজির করার জন্য জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়েছেগতকাল ঢাকার পৃথক দুজন বিশেষ জজ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরোয়ানা প্রত্যাহারের এ আদেশ দেন

গ্যাটকো দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এবং বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত-২ এর বিচারক কে এস এম শাহ ইমরান প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের আদেশ দেন
খালেদা জিয়ার পক্ষে প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের আবেদন করে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী সানা উল্লাহ মিয়া ও আবদুল হান্নান ভূঁইয়াদুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল ওই আবেদনের বিরোধিতা করেন

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো: গোলাম শাহরিয়ার বাদি হয়ে বেগম খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেনমামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৩ মে চারদলীয় জোট সরকারের ৯ জন সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো: জহিরুল হুদা অভিযোগপত্র দাখিল করেন

২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুঁইয়া, মাওলানা মতিউর রহমান নিজামী এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রাহমান কোকো ইন্তেকাল করেছেনমামলাটিতে বর্তমান আসামির সংখ্যা ২০ জন

ঢাকার দুই মামলায় জামিন আবেদনের শুনানি ২১ জুন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও ভুল তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে মামলায় জামিন শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন আদালতগতকাল পতাকা অবমাননা মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব জামিন শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন
এ ছাড়া জন্মদিন পালনের অপর মামলায়ও জামিন শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম
আদালতে খালেদা জিয়ার পক্ষে আবেদনের শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারতিনি বলেন, আদালতে জামিন আবেদন দ্রুত শুনানির জন্য আবেদন করে বলেছিÑ হাইকোর্ট এই দুই মামলা দ্রুত শুনানি করে জামিন আবেদন অনিষ্পত্তি করতে বলেছেনএই দুই মামলা জামিনযোগ্য ধারায়দ্রুত শুনানি করে জামিন দিনআদালত উভয় মামলায় জামিন আবেদনের শুনানি ২১ জুন ধার্য করেন

গত ৬ জুন প্রকাশিত হাইকোর্টের এক আদেশে বলা হয়, জাতীয় শোক দিবস ১৫ আগস্টে ভুল তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা কার্যকর ও জামিন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ভুল পথে পরিচালিত হয়েছেনএকই সঙ্গে এ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে খালেদা জিয়ার আবেদন দ্রুত নিষ্পত্তি করতে বলেছেন আদালতবিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চের এক লিখিত আদেশে এ মন্তব্য করা হয়গত ৩১ মে খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন আদালত

ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ পর্যালোচনা করে হাইকোর্ট বলেছেন, আমাদের বলতে দ্বিধা নেই যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট গ্রেফতারি পরোয়ানা কার্যকরসহ জামিন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হয়েছেনখালেদা জিয়া ইতোমধ্যেই অন্য মামলায় কারাগারে রয়েছেনফলে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য আর অপেক্ষা করার প্রয়োজন নেইকিন্তু এরপরেও গ্রেফতারি পরোয়ানা কার্যকরসংক্রান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করে জামিন আবেদন নথিভুক্ত করে আদেশ দিয়ে ম্যাজিস্ট্রেট গুরুতর ভুল করেছেনগ্রেফতারি পরোয়ানা কার্যকর প্রতিবেদন গ্রহণের নামে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অপ্রয়োজনীয়ভাবে তার জামিন আবেদন নিষ্পত্তিতে বিলম্ব করেছেনযেটা আদালতের প্রক্রিয়ার অপব্যবহারের শামিল


উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেনরায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে গ্রেফতার করে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়তিনি এখন কারাগারে আছেন


শেয়ার করুন

0 facebook: