ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ ঈদের অনুষ্ঠান
শেষ না করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ছাড়বেন না বলে পুলিশকে জানিয়ে দিয়েছেন
ব্যারিস্টার মওদুদ আহমদ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশে বিএনপির স্থায়ী
কমিটির এই সদস্য বলেছেন, কোম্পানীগঞ্জ ছাড়বেন না তিনি। গেলে তার লাশ যাবে।
আজ শনিবার
কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে ঈদের নামাজ শেষে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে
সাংবাদিকদের এসব কথা জানান মওদুদ।
মওদুদ বলেন,
‘কোম্পানীগঞ্জ থানার ওসি ঈদের আগের দিন আমার বাসায় এসে আমাকে
কোম্পানীগঞ্জ থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি তখন তখন তাকে প্রশ্ন করি, কেন? তখন তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জে ঈদ করবেন। সেজন্য নিরাপত্তার স্বার্থে আমাকে চলে যেতে বলেন তিনি।’
বিএনপির স্থায়ী
কমিটির সদস্য আরও বলেন, ‘আমি তাকে (ওসি) জানিয়ে দিয়েছি,
আমি কোম্পানীগঞ্জ থেকে যাব না, গেলে আমার লাশ যাবে। আমি ঈদ করতে এসেছি, ঈদ করেই যাব।’
0 facebook: