16 June 2018

ইয়েমেনে সৌদি বাহিনীর বিশাল জয়


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনে বিশাল সামরিক জয় লাভ করেছেতারা হাউছিদের কাছ থেকে হোদাইদা বিমানবন্দরের নিয়ন্ত্রণ দখল করেছেসামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছেতবে হাউছি সূত্র থেকে এ ব্যাপারে কোনো ভাষ্য পাওয়া যায়নি

শনিবার সৌদি-আমিরাতি বাহিনীর সেনা কর্মকর্তারা টুইটারে ঘোষণা করেন, তারা ইয়েমেনের বন্দরনগরী হোদাইদার বিমানবন্দর দখল করেছেএতে বলা হয়, তারা হাউছি মিলিয়ার কাছ থেকে বিমানবন্দরটি মুক্ত করেছেতারা এখন এলাকাটিকে মাইনমুক্ত করার কাজ করছে

বিমানবন্দরটি নগরীর ঠিক দক্ষিণ প্রান্তে অবস্থিতওই এলাকার আশপাশে এখনো লড়াই চলছেবৃহস্পতিবার সেখানে অন্তত ৩৯ জন নিহত হয়এদের মধ্যে ৩০ জন হাউছি যোদ্ধ রয়েছেবিদ্রোহীরা বেসমারিক লোকজনকে ওই এলাকা ত্যাগ করতে বলেছিল। হোদাইদাতে প্রায় ছয় লাখ লোকের বাস ছিলএখান দিয়েই ইয়েমেনের প্রায় ৭০ ভাগ আমদানি হয়ে থাকেসৌদি নেতৃত্বাধীন বাহিনীর এই জয়ের ফলে দেশটিতে মানবিক বিপর্যয় আরো ভয়বহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে


শেয়ার করুন

0 facebook: