![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ খুলনায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা গাজীর মোড় এলাকার বাসিন্দা এনামুল কবির শুকুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগম আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা গাজীর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্বকাপে গত শনিবার আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করার পর মহেশ্বরপাশা গাজীর মোড় এলাকায় ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। এরপর গত রোববার রাতে একইভাবে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করলে আর্জেন্টিনা সমর্থকরাও তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। এ সময় দুদলের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় বাসিন্দা নওশেদ আলীর ছেলে মিরাজের সঙ্গে লিটন ও কালামের ধাক্কাধাক্কি হয়। এ সময় শুকুর দু'জনের ঝগড়া মিটিয়ে দেন।
এ ঘটনার জের ধরে সোমবার সকালে ব্রাজিল সমর্থক লিটন, ফিরোজ, কালাম, রনি, ইয়াছিনসহ কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শুকুর আলীকে মোবাইল ফোনে ডেকে আনে। এ সময় মহেশ্বরপাশা গাজীর মোড় এলাকায় নিজ বাড়ির সামনে তাকে হোটেলের মধ্যে চায়নিচ কুড়াল ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। স্বামীকে বাঁচাতে স্ত্রী মিনুয়ারা এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহত দু'জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, আহত শুকুরের ভাই ধলু শেখ বাদী হয়ে সোমবার রাতে আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
খুলনা বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: