19 June 2018

আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির কথা ভেবেছিলাম


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি ব্যাট-বলকে বিদায় জানিয়েছেন অনেক আগেইকিন্তু তার আকাশছোঁয়া জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকুওতাই প্রায়ই খবরের শিরোনামে খুঁজে পাওয়া যায় তাকেতবে ক্রিকেটের কারণে নয়, ইদানিং বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে খবর হতে হয় সুদর্শন এই তারকাকে

আবারও আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে আফ্রিদিকে নিয়েতবে এবার নিজের কোনও মন্তব্য বা কর্মকাণ্ডের জন্য নয়ভারতীয় এক অভিনেত্রীর জন্য এবার খবরের শিরোনাম হয়েছেন তিনি

ভারতীয় টিভি সিরিয়াল রামায়ণএবং এফআইআরএ কাজ করা অভিনেত্রী মাহিকা শর্মা আফ্রিদিকে নিয়ে মন্তব্য করে নিজেও খবরে এসেছেন, আফ্রিদিকেও এনছেনসেই মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলেরও শিকার হতে হচ্ছে মহিকাকেখবর এেবলার

সম্প্রিত গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাহিকা জানিয়েছেন, আফ্রিদির সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত ছিলেন

তিনি বলেন, ১৩ বছর বয়স থেকে আমি আফ্রিদিকে পছন্দ করিপ্রায়ই আফ্রিদির ছবিতে চুম্বন করতাম

মাহিকা আরও বলেন, আফ্রিদিকে নিয়ে আমার পাগলামি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির কথাও ভেবেছিলামআফ্রিদি কবে আমাকে হ্যালো বলবেন, সেই আশা নিয়ে বসে ছিলাম


শেয়ার করুন

0 facebook: