27 June 2018

নারীদের জন্য ভয়ের দেশ ভারত


আন্তর্জাতিক ডেস্কঃ নারীর জন্য সবচেয়ে ভয়ের দেশ ভারতএ দেশে নারীরা সবচেয়ে বেশি যৌন সহিংসতা ও জোরপূর্বক শ্রমের শিকার হওয়ার ঝুঁকিতে থাকেএকই সঙ্গে পাচারের ঝুঁকিও ভারতে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি

নারী পাচার, জোরপূর্বক বিয়ে ও যৌনবৃত্তির দিক থেকে নারীর জন্য বিপজ্জনক দেশগুলোর তালিকায় শীর্ষ দশে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে রয়েছেএ ছাড়া নারীর প্রতি বৈষম্যের শীর্ষ ১০ দেশের তালিকায়ও ইরানের সঙ্গে যৌথভাবে দশমে রয়েছে বাংলাদেশ
থমসন রয়টার্স ফাউন্ডেশনের গতকাল মঙ্গলবার প্রকাশিত বৈশ্বিক এক বিশেষজ্ঞ জরিপে এসব তথ্য উঠে এসেছেনারীবিষয়ক ৫৫০ জন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে

অংশগ্রহণকারীরা অনলাইন, টেলিফোন ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে জরিপে অংশ নিয়েছেনইউরোপ, আফ্রিকা, আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গত ২৬ মার্চ থেকে ৪ মে পর্যন্ত এই জরিপ চালানো হয়েছে

সাত বছর আগে ২০১১ সালে থমসন রয়টার্স ফাউন্ডেশনের একই ধরনের জরিপে নারীর জন্য ভয়ের শীর্ষ পাঁচটি দেশ ছিল আফগানিস্তান, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, পাকিস্তান, ভারত ও সোমালিয়া

এবারের তালিকায় যৌন সহিংসতা ও জোরপূর্বক শ্রমের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও সিরিয়াযৌন সহিংসতা, হয়রানি ও যৌন নিগ্রহের ঝুঁকির দিক থেকে যুক্তরাষ্ট্রও তৃতীয় অবস্থানে রয়েছেযৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলা হ্যাশট্যাগ মি টু (#MeeToo) ও টাইমস আপ আন্দোলন দেশটিকে নারীর জন্য বিপজ্জনক দেশগুলোর তালিকায় তুলে এনেছে

বিশেষজ্ঞদের মতে, নারীকে সুরক্ষা দিতে ভারতে খুব বেশি কিছু করা হয়নিদিল্লিতে চলন্ত বাসে এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুললেও তারপর পাঁচ বছর পেরিয়ে গেছেকিন্তু চিত্র খুব একটা পাল্টায়নি

ভারতের কর্ণাটকের রাজ্য সরকারের কর্মকর্তা মঞ্জুনাথ গঙ্গাধর বলেন, ভারতে নারীকে উপেক্ষা আর অশ্রদ্ধাই প্রদর্শিত হচ্ছেধর্ষণ, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে যৌনকর্ম, যৌন সহিংসতা ও হয়রানি, মেয়েশিশু হত্যা এখনো চলমানতিনি বলেন, বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং মহাশূন্য ও প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়া দেশটি নারীর প্রতি সহিংসতা রুখতে লজ্জাজনকভাবে পিছিয়ে

সরকারি তথ্য অনুযায়ী ভারতে ২০০৭ থেকে ২০১৬ সালের মধ্যে নারীর প্রতি অপরাধের পরিমাণ ৮৩ শতাংশ বেড়ে গেছেপ্রতি ঘণ্টায় চারটি করে ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়া গেছে

নারী পাচার, জোরপূর্বক বিয়ে ও যৌনবৃত্তির ঝুঁকির দিক থেকে ভারতের সঙ্গে শীর্ষে রয়েছে লিবিয়া ও মিয়ানমারওএ তালিকায় নাইজেরিয়া ও রাশিয়া যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছেষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম অবস্থানে রয়েছে যথাক্রমে ফিলিপাইন, আফগানিস্তান, থাইল্যান্ড ও নেপাল

জাতিসংঘ ও মানবাধিকার সংগঠন ওয়াক ফ্রি ফাউন্ডেশনের তথ্যমতে, নারী, কিশোরী ও মেয়েশিশুদের পাচারের মাধ্যমে পাচারকারীরা বৈশ্বিকভাবে বছরে ১৫ হাজার কোটি মার্কিন ডলার লাভবান হচ্ছে

মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে, ভারতে নারীদের এখনো ভোগের পণ্য ও দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে বিবেচিত২০১৬ সালে ভারতে যে ১৫ হাজার পাচার-সংশ্লিষ্ট মামলা রয়েছে, তার দুই-তৃতীয়াংশ ক্ষেত্রেই নারীরা ভুক্তভোগীপাচারের শিকার নারীদের প্রায় অর্ধেক ১৮ বছরের কম বয়সীবেশির ভাগ নারীকেই যৌনবৃত্তি অথবা গৃহশ্রমের জন্য বিক্রি করা হয়েছে


এ ব্যাপারে ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি


শেয়ার করুন

0 facebook: