29 June 2018

মৌলভীবাজারের রাজনগরে দিনে -দুপুরে ডাকাতিঃ আহত ১

প্রতিকি ছবি
মুহম্মদ তাজুদুর রহমানঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শুক্রবার(২৯ জুন) জুম্মার নামাজের সময় এক বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে

উপজেলার রাজনগর গ্রামের বাড়ির পূরুষ সদস্য ছিলেন জুমার নামাজেআলিয়া বেগম (৫০) নামে একজন মাত্র নারীই ছিলেন বাড়িতেএই সুযোগে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালংকার নগদ ২০ হাজার  টাকা লুট করে নিয়ে যায়এসময় ডাকাতরা ওই নারীর হাত চাকু দিয়ে হাত কেটে দেয়

এ সময় তিনি অজ্ঞান হয়ে যানতাকে প্রথমে রাজগনগর ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়এখনো জ্ঞান না ফেরায়, তাকে নিয়ে আতঙ্কে আছে ওই নারীর পরিবার

শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গ্রাম রাজনগরের প্রবাসী জালাল মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের গ্রাম রাজনগরের কুয়েত প্রবাসী জালাল মিয়া ও তার দুই ছেলে কুয়েতে রয়েছেনএক ছেলে জাহাঙ্গীর আলম (৩০) বাড়িতে থাকেনশুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের জামে মসজিদে জুমার নামাজ পড়তে যানএ সময় তিনটি মোটরসাইকেলে এক একদল লোক তাদের বাড়িতে ঢোকেডাকাত দল ঘরে ঢুকার পর আলিয়া বেগম ছেলে জাহাঙ্গির আলমকে ফোন করেন

জাহাঙ্গির আলম বলেন, তিনি মসজিদে ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে শুধু তিনি নাম ধরে ডাকা দেয়ার পর আর কোন শব্দ করতে পারেন নিসঙ্গে সঙ্গে তিনি বাড়িতে চলে আসেন

এসে দেখতে পান তার মা রক্তাত্ব অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেনতাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেনএখন পর্যন্ত আলিয়া বেগমের জ্ঞান ফেরেনিজাহাঙ্গির আলম আরো বলেন, তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে আশে পাশের শিশুরা দেখেছেডাকাতেরা আলমারী ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়

খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক, ইউপি সদস্য দেলওয়ার হোসেন ঘটনাস্থলে যান

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিমহিলা কীভাবে জ্ঞান হারিয়েছেন তা এখনো বলা যাচ্ছে নাস্বর্ণ ও নগদ টাকার ব্যাপারে বলেন, তারা বলছেন তবে, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি


শেয়ার করুন

0 facebook: