ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'কোটা আন্দোলনের নামে দেশে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে। পৃথিবীর কোথাও স্বাধীনতা বিরোধীদের সন্তানদের সরকারি চাকরি হয় না। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় রয়েছেন, ততদিন স্বাধীনতা বিরোধীদের সন্তানদের সরকারি চাকরি হবে না।'
গতকাল শুক্রবার সকালে মাদারীপুরে আছমত আলী খান সেতুর অ্যাপ্রোচ থেকে বাবনাতলা পর্যন্ত সংযোগ সড়কের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশে কোনো কোটা পদ্ধতি থাকবে না। এই কোটা পদ্ধতি প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছেন। শেখ হাসিনা সরকার এই কোটা পদ্ধতি বাতিলের লক্ষ্যে একটি কমিটি করেছে। কমিটি বিষয়টি যাচাই-বাছাই করে রিপোর্ট দেওয়ার পরেই তা কার্যকারিতা হবে।
নৌমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে যারা স্বাধীনতাবিরোধী তাদের চিহ্নিত করতে হবে। তাদের সেখান থেকে বরখাস্ত করতে হবে। কারণ তারা সরকারের পক্ষে চাকরি করেও ষড়যন্ত্র করছেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: