স্বদেশবার্তা ডেস্কঃ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে চালু হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার। এখানে একদিনে ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার পাসপোর্ট গ্রহণ সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশা করা হয়। এতে বলা হয়, যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্র একটি মডেল ভিসা কেন্দ্র হবে। নতুন এ ভিসা সেন্টারে টোকেন পদ্ধতি উঠে যাবে। এর বদলে টিকিট ভেন্ডিং মেশিন চালু করা হবে। টিকিট নেয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীকে উপস্থিত হওয়ার সময় জানিয়ে দেয়া হবে।
যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রের আয়তন সাড়ে ১৮ হাজার বর্গফুট। এখানে একসঙ্গে ৭০০ ভিসা প্রার্থী অবস্থান করতে পারবেন। আর ভিসা প্রার্থীদের দ্রুত সেবার জন্য ৪৮টি কাউন্টার রাখা হয়েছে।
এই ভিসা আবেদন কেন্দ্রে থাকবে কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিং মেশিন (প্রত্যাশিত প্রতীক্ষা সময় নির্দেশিত হবে), আরামদায়ক বসার ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষা করার স্থান, কফি ও কোমলপানীয় ভেন্ডিং মেশিন, খাবার দোকান।
এছাড়া সিনিয়র নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসায় ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকবে। এ ছাড়াও একটি বিশেষ সহায়তা ডেস্ক, প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবার জন্য কাউন্টার থাকবে, যেখানে মূল্য পরিশোধ করে সেবাগুলো পাওয়া যাবে। থাকবে একটি প্রশস্ত ও নিরাপদ বিপণিকেন্দ্র।
নতুন এ ভিসা আবেদন কেন্দ্র হওয়ায় আবেদনকারীদের আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভিসা সেবা প্রদান এবং আবেদনের জন্য অপেক্ষা করার সময়ও কমবে বলে দাবি করেছে ভারতীয় হাইকমিশন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: