17 July 2018

বাংলাদেশের বাইরের কোনো শক্তি দেশ পরিচালনা করছেঃ ফখরুল

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সরকারকে কে চালাচ্ছে? প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আর আগের আওয়ামী লীগে নেইআপনাদের দল কে চালায়? তা আমরা জানি নাআপনাদের সরকার কে চালায়, তা-ও আমরা জানি না, বুঝি নাআমাদের মনে হয় রাজনীতির বাইরের কোনো শক্তি, বাংলাদেশের বাইরের কোনো শক্তি দেশ পরিচালনা করছেগতকাল (সোমবার) দুপুরে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর ও রুহিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কারকারী আন্দোলনকারীদের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছেএই আন্দোলনে যাঁরা গ্রেফতার হয়েছেন, অবিলম্বে তাঁদের মুক্তির দাবি জানাচ্ছিসেই সঙ্গে শিক্ষক-ছাত্রদের ওপর যারা আক্রমণ করেছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি

বিএনপি মহাসচিব বলেন, একদলীয় সরকার প্রবর্তন করার জন্য এ সরকার ভিন্নমত সহ্য করছে নাছেলেরা কোটা সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন করছেআর আপনি (প্রধানমন্ত্রী) পার্লামেন্টে রেগে-মেগে বললেন সংস্কার কী, আমি কোটা প্রথাই রাখব নাছেলেরা কোটা বাতিল করার কথা বলেনি, তারা বলেছে কোটা সংস্কারের কথাসেটা না করে আপনি কোট তুলে দিলেনভালো কথা; তুলে দেয়ার পর তো ব্যবস্থা নিবেনপ্রজ্ঞাপন হবেদীর্ঘ সময়েও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ছেলেরা আবারাও আন্দোলন শুরু করেছেএখন আপনি আপনার ছেলেদের দিয়ে তাদেরকে পেটাচ্ছেন, শিক্ষকদের পেটাচ্ছেন!

যথা সময়ে জাতীয় ঐক্য হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশে বর্তমানে যে সংকট, তা দূর হতে পারে একমাত্র একটি ইস্যুতে যদি সব রাজনৈতিক দল এক হয়আর সে ইস্যুটা হচ্ছে, নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নির্বাচন অনুষ্ঠান করাএ জন্য সংসদ ভেঙে দিতে হবেনির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এর আগে আমরা বলেছিলাম একদিন ক্ষমতা থেকে সরে দাঁড়ানদেখুন জনগণ আপনাদের অবস্থা কী করেওবায়দুল কাদের উত্তরে বললেন, এক ঘণ্টাও যদি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে তাহলে নাকি দেশে রক্তের নদী বয়ে যাবেতিনি আওয়ামী লীগের কর্মীদের বলেছেন, আপনারা টিকতে পারবেন নাহঠাৎ এই উপলব্ধি কেন? কারণ আওয়ামী লীগ নিশ্চিত যে, তারা জনগণ থেকে বিচ্ছিন্নজোর করে, মানুষ খুন করেই তাদেরকে ক্ষমতায় টিকিয়ে থাকতে হবেসেজন্যই তারা দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছেন

তিনি বলেন, ৩ মাস আগেই আইনগতভাবে বেগম খালেদা জিয়ার বেরিয়ে আসার কথাকিন্তু এই সরকার পরিকল্পিতভাবে একটার পর একটা মামলা দিয়ে বেগম জিয়াকে আটকে রেখেছেআপনারা জানেন কীভাবে মামলা তৈরি করা হয়, কিভাবে সেটাতে জড়িয়ে দেয়া হয়মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে যেমনি জড়িয়ে দেয়া হয়; ঠিক তেমনি খালেদা জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে সরকারকারাগারে খালেদা জিয়ার প্রতি যে আচরণ করা হচ্ছে তা বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো নাগরিকের সঙ্গে করা হয় নাএই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেতিনি আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, আমাদের বিশ্বাস যথাসময়ে সব রাজনৈতিক দল এই আহ্বানে সাড়া দিবে

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি শাহেদ কালাম ডালিম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, রুহিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনছারুল হক প্রমুখ


শেয়ার করুন

0 facebook: