17 July 2018

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্টে আইনজীবীদের মানববন্ধন


স্বদেশবার্তা ডেস্কঃ গণতন্ত্র ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরাসোমবার দুপুরে আইনজীবী ওয়ালিউর রহমান খানের সভাপতিত্বে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, আইনজীবী মনির হোসেন, তৈমুর আলম খন্দকার, আবেদ রাজা, শওকাতুল হক, ফাহিমা নাসরিন মুন্নি, গোলাম মোস্তফা, আরিফা জেসমিন, মোহাম্মদ আলী, এ বিএম রফিকুল হক তালুকদার রাজা, আনিছুর রহমান খান, গজী কামরুল ইসলাম সজল, আহসানউল্লাহ, মুক্তর কবীর খান, শরীফ ইউ আহমেদ, জুলফিকার আলী জুনু প্রমুখঅনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আইয়ুব আলী আশ্রাফী

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার আতঙ্গে ভুগছেএজন্য খালেদা জিয়া ন্যায় বিচার পচ্ছেন নাএই অবৈধ সরকার খালেদা জিয়ার বিচারে হস্তক্ষেপ করছেজামিনযোগ্য মামলায় আদালত খালেদা জিয়ার জামিন বিবেচনা করছে নাতারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেবক্তারা অবিলম্বে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবি জানান


শেয়ার করুন

0 facebook: