ফাইল ছবি |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা অন্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা ভিসির বাড়িতে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। ডিআইজি মিজানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কেউ অপরাধ করলে সে প্রধানমন্ত্রীর কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রীর কাছে সবাই সমান। তার বিষয়ে ইনকোয়ারি চলছে।
প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসেছেন, তখন তিনি বলেছেন দেশকে বদলে দিবেন। তেমনি তিনি আজকের বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি মূলত বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুর অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: